খুলনা মহানগর কৃষক লীগের অধীন বিভিন্ন ওয়ার্ড কমিটি গঠন বিষয়ে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানার সাথে খুলনা মহানগর কৃষক লীগ নেতৃবৃন্দের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজ সকাল ১১টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন মহানগর কৃষক লীগের আহবায়ক এ্যাড. একেএম শাহজাহান কচি। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।
খুলনা মহানগর কৃষক লীগের সদস্য সচিব অধ্যা. এবিএম আদেল মুকুলের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগ নেতা হাফেজ মো. শামীম, ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমরানুর হক বাবু, মহানগর কৃষক লীগ নেতা মো. আইউব আলী খান, আলমগীর মল্লিক, রাজু আহমেদ, হেলালুর রহমান রিমন, মো. রোকনুজ্জামান রিপন, মো. হাসমত হাওলাদার, মো. বাবুল হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।সূত্র : খবর বিজ্ঞপ্তি।
খুলনা গেজেট/কেএম