কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদকের পদ থেকে নজরুল ইসলাম মঞ্জুকে অব্যহতি দেওয়ার প্রতিবাদে খুলনা মহানগর ও ৫ থানা মৎসজীবী দলের ৪৫ নেতা-কর্মি পদত্যাগ করেছেন। বুধবার (২৯ ডিসেম্বর) গণমাধ্যমে প্রেরিত খবর বিজ্ঞপ্তিতে মহানগর মৎসজীবী দলের সাধারণ সম্পাদক সায়মুন ইসলাম রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।
পদত্যাগকারী নেতারা হলেন, মহানগর মৎসজীবী দলের সাধারণ সম্পাদক সায়মুন ইসলাম রাজ্জাক, সিনিয়র সহসভাপতি মো. শাহজাহান শেখ, সহসভাপতি মো. খালেক গাজী, সহ- সাধারণ সম্পাদক মো. আসাদুর রহমান সানা, সাংগঠনিক সম্পাদক মো. মারুফ হোসেন, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক আব্দুল গফুর সরদার, প্রচার সম্পাদক মো. অলি খাঁ, তথ্য বিষয়ক সম্পাদক মো. হালিম কাজী, সহ তথ্য বিষয়ক সম্পাদক মো. হারুনুর রশিদ, আইন বিষয়ক সম্পাদক মো. আবু সালাম, সদর থানার সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন, সিনিয়র সহসভাপতি মো. সিরাজ হাওলাদার, সহসভাপতি মো. কালাম হোসেন, সহ- সাধারণ সম্পাদক মো. ইউসুফ খাঁ, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের শেখ, দপ্তর সম্পাদক মো. মিকির হোসেন, সমাজকল্যাণ সম্পাদক মো. সোহরাব মাতুব্বর, সোনাডাঙ্গা থানা সভাপতি বিএম রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ফরিদ শেখ, সিনিয়র সহসভাপতি মো. শাহজাহান হোসেন, সিনিয়র যুগ্ম-সম্পাদক মো. গোলাম রসুল, সহ-সাধারণ সম্পাদক মো. উজ্জ্বল গাজী, সহ সাংগঠনিক সম্পাদক মো. শাহা হোসেন, দপ্তর সম্পাদক মো. আলমগীর হোসেন, খালিশপুর থানার সভাপতি মো. জাকির হোসেন, সিনিয়র সহসভাপতি মো. আল আমিন, সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম, সিনিয়র যুগ্ম-সম্পাদক মো. স্বপন, সহ সাধারণ সম্পাদক মো. মিন্টু শিকদার, সাংগঠনিক সম্পাদক মো. সোহাগ হোসেন, দপ্তর সম্পাদক মো. আতিয়ার রহমান, দৌলতপুর থানার সিনিয়র সহসভাপতি সিরাজ হোসেন, সিনিয়র যুগ্ম-সম্পাদক মো. মোস্তফা গাজী, সহ-সাধারণ সম্পাদক মো. বারেক, সাংগঠনিক সম্পাদক মো. বেল্লাল হোসেন, দপ্তর সম্পাদক মো. সুমন হোসেন, খানজাহান আলী থানার সভাপতি মোল্যা লোকমান হোসেন, সিনিয়র সহসভাপতি মো. এজাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. শাহজাহান শেখ, সিনিয়র যুগ্ম-সম্পাদক জহিরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. জাহিদ হোসেন, দপ্তর সম্পাদক মো. আব্বাস আলী, প্রচার সম্পাদক মো. আরশাদ আলী।