রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে সোমবার (২৪ নভেম্বর) দিবাগত রাত ১ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মাহফুজ রিভেল বলেন, রাত পৌনে বারোটার দিকে বস্তিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা বিভিন্ন ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মহাখালী, তেজগাঁও স্টেশন থেকে থেকে ১২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।’
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, মহাখালী সাততলা বস্তিতে রিকশা-ভ্যান, ঠেলা গাড়ী চালক, গার্মেন্টস কর্মী কিংবা দিনমজুর লোকের বাস। আগুনের সঙ্গে সঙ্গে তারা ভেতর থেকে চিৎকার-চেঁচামেচি করে বের হয়ে আসতে থাকেন। তারা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। এরই মধ্যে অনেকেই বাসাবাড়ির মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করছে।
নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার ফরহাদ জানান, ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের পাশাপাশি এলাকাবাসীও আগুন নেভানোর কাজে যোগ দিয়েছেন।
খুলনা গেজেট / এমএম