ঢাকার মহাখালীতে ট্রেনে কাটা পড়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোর ৬টার দিকে এই ঘটনা ঘটে। মারা যাওয়া শিশুদের বয়স ১২ থেকে ১৩ বছরের মধ্যে।
আজ শনিবার ভোর সাড়ে ৬টার দিকে জামালপুর অভিমুখী দেওয়ানগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে শিশুরা মারা যায়। এই ঘটনার পর ১৩ ঘণ্টা পেরিয়ে গেলেও শিশুদের পরিচয় পাওয়া যায়নি।
ঢাকা রেলওয়ে থানার ওসি ফেরদাউস আহমেদ বিশ্বাস বলেন, তিন শিশু মহাখালী থেকে রেললাইন ধরে সৈনিক ক্লাবের দিকে হেঁটে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি বলেন, রেললাইনে ট্রেন কাছাকাছি চলে আসার পর আশপাশের লোকজন তাদের সতর্ক করার চেষ্টা করেছিলেন। কিন্তু তারা শুনতে পায়নি।
ওসি বলেন, আজ সন্ধ্যা পর্যন্ত মারা যাওয়া শিশুদের নাম-পরিচয় জানা যায়নি। কেউ মরদেহগুলোর খোঁজও নিতে আসেনি। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
খুলনা গেজেট/এমএম