খুলনার শিরোমণি শিল্পাঞ্চলের ব্যক্তিমালিকানাধীন মহসেন জুট মিলস শ্রমিক কর্মচারীদের চুড়ান্ত পাওনা পরিশোধের দাবীতে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ১১ টায় মিলের শ্রমিক কলোনিতে সংবাদ সম্মেলন করেছে।
ব্যক্তিমালিকানাধীন পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক ও মহসেন জুট মিলের সাবেক সিবিএ সাধারণ সম্পাদক খান গোলাম রসুল লিখিত বক্তব্যে বলেন, মিল মালিক সিবিএ নেতাদের সহযোগিতায় শ্রমিক কর্মচারীদের বকেয়া পাওনা না দিয়ে তালবাহানা শুরু করেছে। তিনি অতিদ্রুত শ্রম পরিচালকের মাধ্যমে শ্রমিকের চুড়ান্ত পাওনা পরিশোধের ব্যাপারে সুস্পষ্ট ঘোষনার দাবি জানান।
সংবাদ সম্মেলন থেকে ২ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে আগামি ১ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৫ টায় শ্রমিক কলোনিতে সার্বিক পরিস্থিতি নিয়ে স্থানীয় সামাজিক, ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ ও গন্য মান্য ব্যক্তি বর্গের সাথে মত বিনিময় সভা, ২ অক্টোবর শুক্রবার বিকাল ৪ টায় মহসেন শ্রমিক কলোনিতে শ্রমিক জনসভার মাধ্যমে ফুলতলা থেকে ফুলবাড়ীগেট পর্যন্ত অবরোধ সহ কঠিন কর্মসুচি ঘোষণা করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন ব্যক্তিমালিকানাধিন পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি ও সোনালী জুট মিল সিবিএ সাবেক সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন , জাতিয় মুজুরি বোর্ডের সদস্য শহিদুল্লাহ খা , ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ও এ্যাজাক্স্রজুট মিলের সিবিএ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, শ্রমিকলীগ নেতা ও ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক লিয়াকত মুন্সি, ওয়াহিদ মুরাদ, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, ক্বারী আছহাব উদ্দিন, শহিদুল ইসলাম, শেখ আবুল কালাম আজাদ, মোঃ সেকেন্দার, বাবুল খান,ফারুক হোসেন,নুর ইসলাম বিল্লাল হোসেন, আঃ সালাম, নিজাম উদ্দিন, কাবিল হোসেন, মোঃ বখতিয়ার হোসেন, আব্দুল ওহাব, নূরে আলম, সিকদার, আঃ ওয়াদুদ, আলাউদ্দিন সরদার, আমির মুন্সি, এরশাদ আলী, সাংবাদিক সাইফুল্লাহ তারেক, মিহির রজ্ঞন বিশ্বাস প্রমুখ।
খুলনা গেজেট/ এম কে