নগরীর ব্যক্তি মালিকানাধীন মহসেন জুট মিলের শ্রমিক কর্মচারীদের পিএফ, গ্রাচুইটিসহ চুড়ান্ত পাওনা পরিশোধের ব্যাপারে ১৮ আগষ্ট মঙ্গলবার শ্রমিক কর্মচারীদের পক্ষে ১টি প্রতিনিধি দল খুলনা বিভাগীয় শ্রম পরিচালক মোঃ মিজানুর রহমানের সাথে বৈঠক করেন।
এ সময় নেতৃবৃন্দ চুড়ান্ত পাওনা পরিশোধের ব্যাপারে জানতে চাইলে শ্রম পরিচালক বলেন, মিল মালিক নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিক কর্মচারীদের চুড়ান্ত পাওনা পরিশোধ করা হবে বলে জানিয়েছেন।
এদিকে ঈদের পূর্বে ২৬ জুলাই ত্রি পক্ষিয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ঈদুল আযহার পুর্বেই সকল শ্রমিককে ৬ হাজার করে টাকা দেয়ার কথা থাকলেও মিল মালিক শ্রমিকদের পরিশোধ করেনি ।
ফলে শ্রমিকরা ত্রি পক্ষিয় বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছিল ১ মাসের ভিতর চুড়ান্ত বিল পরিশোধের সেটা দেয়া না হলে কঠিন আন্দোলনের কর্মসৃচি ঘোষনা করা হবে বলে আন্দোলনরত শ্রমিকরা জানান।
বৈঠকে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দিন, কাগজী ইব্রাহিম, ইঞ্জিল কাজী, ক্বারী আছহাব উদ্দিন, মহসেন জুট মিল ওয়াকার্স ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক খান গোলাম রসুল , আমির মুন্সি, আবু জাফর, খলিল খন্দকার , সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস, ক্ষতিগ্রস্থ শ্রমিক পরিবারের সন্তান সাংবাদিক সাইফুল্লাহ তারেক ।
খুলনা গেজেট / নাফি