খুলনার শিরোমণি শিল্পাঞ্চলের বেসরকারি মহসেন জুট মিলের শ্রমিক কর্মচারীদের পিএফ, গ্রাচুইটিসহ চুড়ান্ত পাওনা পরিশোধের ব্যাপারে গত ২৬ জুলাইয়ের ত্রিপক্ষীয় বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি। ফলে এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে শ্রমিকরা।
শ্রমিক নেতারা জানায়, গত ২৬ জুলাই বেলা ১২ টায় খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স রুমে ত্রি-পক্ষীয় বৈঠকে শ্রমিকদের ঈদের পূর্বে ৬ হাজার করে টাকা এবং ১ মাসের ভিতর চুড়ান্ত বিল পরিশোধের সিদ্ধান্ত হয়। কিন্তু সে সিদ্ধান্ত বাস্তবায়ন না করায় বৃহস্পতিবার দুপুরে খানজাহান আলী থানায় সাধারণ শ্রমিক কর্মচারীদের পক্ষে লিখিত অভিযোগ দায়ের করেন মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দিন, কাগজী ইব্রাহিম, ইঞ্জিল কাজী, ক্বারী আছহাব উদ্দিন ও মোঃ এরশাদ আলী।
খুলনা বিভাগীয় শ্রম পরিচালক মোঃ মিজানুর রহমান বলেন, ‘ত্রি-পক্ষীয় সিদ্ধান্ত বাস্তবায়ন না করায়, শ্রমিকদের থানায় লিখিত অভিযোগের অনুলিপি হাতে পাওয়ায় জেলা প্রশাসক মিল মালিককে তলব করেছিলেন।’
বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ১টার দিকে মিলের নির্বাহী পরিচালক তাওহিদুল ইসলাম জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে বলেন, ‘যে শ্রমিকদের ঈদের আগে টাকা দেয়ার জন্য চেষ্টা করা হয়েছিলো কিন্তু সেটা সম্ভব না হলেও ত্রি-পক্ষীয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ মাসের মধ্যে শ্রমিকের চুড়ান্ত পাওনা পরিশোধ করা হবে। এ দিকে সকাল থেকে মিল এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছিলো।’
খুলনা গেজেট/এমএম