বছর শেষে আসলে ফিরে
আবার তুমি মহরম,
তোমার দেয়া শিক্ষাটা যেন
পায় খুঁজে সব খুররম।
নতুন দিনে,নতুন ভোরে
উঠুক জেগে সব,
তোমার আসা দিনটিকে
স্মরণ করি সদা যব।
মহররমের ঐ দিনটা যেন
হাসান-হুসাইনের সেরা,
এখনও তার জলন্ত উদাহরণ
ঐতিহাসিক কারবালা।
মনে পড়ে সেদিনের কথা
বুকে ঝড় বিশ্বাস,
হাসান-হুসাইন মনে বল
বুক ফাটা “তৃষ্ণান্ত” নিশ্বাস।
তোমার কথা যায় গেঁথে
এ হৃদয়ে প্রাণ,
দ্বীনের জন্য রেখেছো বাজি
দিয়েছো জীবন কোরবান।
তোমায় জানায় হাজার সালাম
মুসলিম শাসকদের দ্বারপ্রান্তে,
এনে দিলে সেই কষ্ট বিদায়ক
তবুও থামেনি অক্লান্তে।
খুলনা গেজেট/এনএম