খুলনা, বাংলাদেশ | ১৩ পৌষ, ১৪৩১ | ২৮ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  আগামী বিজয় দিবসের আগে জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করা হবে : আসিফ নজরুল
  সচিবালয়ের নিরাপত্তার স্বার্থে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত : প্রেস উইং
  কুড়িগ্রামে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, যুবদল নেতা নিহত

মশিয়ালীতে ট্রিপল মার্ডার : আদালতে জুয়েল ও মুরাদের স্বীকারোক্তি

নিজস্ব প্রতিবেদক

মশিয়ালী গ্রামের চাঞ্চল্যকর হত্যা মামলার গ্রেপ্তারকৃত আসামী মোঃ ইকবাল হোসেন ওরফে জুয়েল শেখ (৪০) এবং মোঃ মুরাদুল ইসলাম ওরফে মুরাদ শেখ (৩২) বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে।

শুক্রবার বিকালে ৩ দিনের পুলিশ রিমান্ড শেষে আদালতে আসামীদের হাজির করলে মহানগর ম্যাজিট্রেট তরিকুল ইসলামের নিকট ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারা মতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে তারা ।

খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরো উল্লেখ্য করা হয়, গত ১৮ আগস্ট ভোর রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে যশোর জেলার অভয়নগর থানাধীন সিদ্ধিরপাশা এলাকা হতে খানজাহান আলী থানার মামলা নং-১২ তাং-১৮/০৭/২০ খ্রিঃ, ধারা-১৪৭/১৪৮/১৪৯/৩২৩ /৩২৬/৩০৭/৩০২/৩৪ পেনাল কোড এর আসামী মোঃ ইকবাল হোসেন ওরফে জুয়েল শেখ (৪০) এবং মোঃ মুরাদুল ইসলাম ওরফে মুরাদ শেখকে (৩২) গ্রেপ্তার করা হয়। তারা দু’জন বহুল আলোচিত খানজাহানআলী থানাধীন মশিয়ালী গ্রামের হত্যা মামলার ৯ নং এবং ২১ নং এজাহারনামীয় আসামী। গ্রেফতারকৃত উল্লেখিত আসামীদের গত ১৮ আগস্ট হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৩ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

 

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!