চিন ও রোম সফর বাতিল হওয়ার পর এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেপাল সফরেও ছাড়পত্র দিলনা ভারত সরকারের বিদেশমন্ত্রক। এই মাসের ১০-১২ ডিসেম্বর নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে নেপাল জাতীয় কংগ্রেসের অধিবেশন ও কনভেনশনে যোগ দেওয়ার কথা। সেই হিসাবে শুক্রবার তাঁর রওনা হওয়ার কথা ছিল। কিন্তু ভারত সরকারের বিদেশমন্ত্রক ছাড়পত্র না দেওয়ায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেপাল যাওয়া হল না বলে নবান্ন সূত্রে জানানো হয়েছে।
উল্লেখ্য, এর আগে চলতি বছরের সেপ্টেম্বর ও অক্টোবর মাসে বিদেশ দপ্তরের ছাড়পত্র না পাওয়ায় রোমের সান্তিয়াগো ও চিনের বেজিং সফর বাতিল হয়। ঠিক একইভাবে নেপাল সফরও বাতিল হল। ভারতের একমাত্র মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তিনটি দেশেই আমন্ত্রণ জানানো হয়েছিল। রাজনৈতিক মহলে এ নিয়ে নিন্দার ঝড়ও উঠছে।
খুলনা গেজেট/এএ