খুলনা, বাংলাদেশ | ১১ মাঘ, ১৪৩১ | ২৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নগরীর শেখপাড়া তেতুলতলায় খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অর্নব কুমার সরকার গুলিতে নিহত

মমতার ললিপপের জবাবে রিজভী, ‘আমরা কি আমলকি চুষব?’

গেজেট ডেস্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাকি গোস্যা হয়েছে, কষ্ট পেয়েছেন। তারা বলছেন, বাংলা, বিহার ও ওডিশাসব দখল করতে এলে আমরা কি ললিপপ খাব? আমি বলে রাখি আপনারা চট্টগ্রামের দিকে তাকালে তাহলে কি আমরা আমলকি চুষব?”

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজশাহীর ভুবন মোহন পার্কে আয়োজিত ‘দেশীয় পণ্য কিনে হও ধন্য’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী।

তিনি আরো বলেন, “বিজেপি ভারতীয় রাজনীতিতে সাম্প্রদায়িকতাকে উস্কে দেয় এবং মুসলিম বিদ্বেষী রাজনীতি প্রচার করে। এটা এখন সকলের জানা বিষয়। কিন্তু যখন মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি নিজেকে ধর্মনিরপেক্ষ বলে দাবি করেন, এমন মন্তব্য করেন, তখন বুঝতে হবে যে ভারতের রাজনৈতিক নেতাদের উদ্দেশ্য এক ও অভিন্ন।”

রিজভী বলেন, “ভারতের এক নেতা সম্প্রতি বলেছেন, ‘এবার চট্টগ্রাম দাবি করব’। এর মানে হলো, আমাদের স্বাধীন সার্বভৌম দেশের অংশ দাবি করা হচ্ছে। একে দায়িত্বশীল নেতা হিসেবে গ্রহণযোগ্য বলা যায় না। আমি তখন বলেছিলাম, যদি আপনারা আমাদের দেশের অংশ দাবি করেন, তাহলে আমাদেরও নিজেদের ইতিহাস, সংস্কৃতি ও প্রাচীন ভূখণ্ডের উপর ভিত্তি করে দাবি করার অধিকার রয়েছে।”

এছাড়া তিনি বলেন, “আমরা নিজের পায়ের ওপর দাঁড়াবো। আমরা ভারতীয় শাল নেবো না। বাংলাদেশের খদ্দর শাল পরে আছি। শীত যাচ্ছে না। ছোটবেলা থেকেই পরেছি। মাঝখানে গ্লোবালাইজেশন হয়েছে, ভারতীয় পণ্য এসেছে। কিন্তু তারা তাদের পণ্য নিয়ে গর্ব করে। আমরা আমাদের পণ্য নিয়ে গর্ব করব না? আমরা আমাদের বিখ্যাত রাজশাহী সিল্ক, টাঙ্গাইলের শাড়ি, কুমারখালির লুঙ্গি-গামছা, পাবনা-সিরাজগঞ্জের তাঁতের শাড়ি, সব আছে। আমরা ভারতীয় পণ্য এ জন্যই বর্জন করছি। তারা এই দেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব করেনি। তাদের বন্ধুত্ব শুধু শেখ হাসিনার সঙ্গে।”

রিজভী আরো বলেন, “ভারত সব সময় মনে করে, বাংলাদেশ তাদের তাবেদার হয়ে থাকবে। এই করণেই আপনারা শেখ হাসিনাকে অত্যন্ত প্রিয়পাত্র মনে করেন। শেখ হাসিনা এখন যেহেতু পালিয়ে গেছে এই মনোকষ্টে ভারতের শাসকগোষ্ঠী সবাই মন খারাপ করে বসে আছেন। এই জন্য নানা অপতথ্য-অপপ্রচার তারা চালাচ্ছেন। এতে কোনো লাভ হবে না।”

রাজশাহী নগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শাহ খালিদ হাসান চৌধুরী পাইন, কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার প্রমুখ। অনুষ্ঠানে নগর বিএনপির সদস্য সচিব মামুন অর রশিদ মামুনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!