খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস-মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত
  মিরপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৭
  সাবেক প্রধান বিচারপতির মৃত্যুতে আজ সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ

মন্ডপে হামলার প্রতিবাদে বা‌গেরহা‌টে অনশন ও অবস্থান ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

শারদীয় দূর্গা পূজায় বিভিন্ন মন্ডপ ও সনাতন ধর্মালম্বীদের বাড়ি ঘরে হামলার প্রতিবাদে বাগেরহাটে গণ অনশন, অবস্থান ধর্মঘট ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পুজা উদযাপন পরিষদের ব্যানারে বাগেরহাট শালতলা মোড়স্থ হরিসভা মন্দিরের সামনে সনাতন ধর্মীয় নেতারা এই কর্মসূচি পালন করেন।

প্রতিবাদ সমাবেশে শেষে বক্তব্য দেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, বাগেরহাট জেলা শাখার সভাপতি শিব প্রসাদ ঘোষ, সাধারণ সম্পাদক এ্যাড. মিলন ব্যানার্জী, বাগেরহাট পূজা উদযাপন পরিষদের সভাপতি অমিত রায়, সাধারণ সম্পাদক অবনিশ চক্রবর্তী সোনা, হিন্দু মহাজোট, বাগেরহাট জেলা শাখার সভাপতি রবীন্দ্রনাথ দেবনাথ, হিন্দু ধর্মীয় নেতা স্বপন দাস, স্বপন বিশ্বাস, লিটন সরকার প্রমুখ।

বক্তারা বলেন, যারা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। এই ধরণের ঘটনা যাতে দ্বিতীয়বার না ঘটে এজন্য সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণের আহবান জানান তারা।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!