সাতক্ষীরা শ্যামনগরে নিখোঁজ বনজীবি মন্টু গাজী অপহরণ মামলায় ২ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ৫দিনের রিমান্ডের আবেদন জানিয়েছে মামলার তদন্ত কর্মকর্তা। সোমবার শুনানির দিন ধার্য করেছেন আদালত। এর আগে মন্টু গাজী অপরহণ মামলায় পুলিশ সাংবাদিক মিজানুর রহমান ও ইউপি সদস্য আবিয়ার রহমানকে গেপ্তার করে পুলিশ।
মামলার বিবরণে জানা যায়, ২৪ এপ্রিল সকাল ১১টার দিকে শ্যামনগরের ডুমুরিয়া গ্রামের সাবুত আলী গাজীর ছেলে মন্টু গাজীকে(৫২) ডুমুরিয়া গ্রামের রুহুল আমিনের বাড়ির সামনে থেকে অপহরণ করা হয়। এ ঘটনায় তার বিমাতা ভাই আবুল হাসান গত ১০ মে শ্যামনগর থানায় সাধারণ ডায়েরী করেন, যার নং৫৬৭। পরবর্তীতে স্ত্রী ছবিরুন্নেছা মামলা করতে অনীহা প্রকাশ করলে আবুল হাসান বাদী হয়ে ১৮ জুন সাতক্ষীরার ৫নং আমলী আদালতে অপহরণ মামলা করেন। মামলায় রুহুল আমিন, ইউপি সদস্য আবিয়ার গাজী, সাংবাদিক মিজানুর রহমানসহ ১১জনের নাম উল্লেখ করা হয়। আদালতের ভারপ্রাপ্ত বিচারক অতিরিক্তি মুখ্য বিচারিক হাকিম মামলাটি এফআইআর হিসেবে গণ্য করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।
আদালতের নির্দেশে ২০ জুন শ্যামনগর থানায় মামলাটি রেকর্ড করা হয়। মামলার তদন্তভার দেওয়া হয় উপপরিদর্শক আরিফুর রহমান ফারাজীর উপর। মামলা দায়েরের পর ২২ জুন নিজ নিজ বাড়ি থেকে আবিয়ার গাজী ও মিজানুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। রোববার বিচারিক হাকিম মহিউদ্দিনের আদালতে রিমান্ড আবেদনের বিষয়টি উপস্থাপন করা হলে সোমবার শুনানীর জন্য দিন ধার্য করে।
সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক অমল কুমার রায় সোমবার মিজানুর রহমান ও আবিয়ার গাজীর রিমান্ড শুনানীর বিষয়টি নিশ্চিত করেছেন।
খুলনা গেজেট/এসজেড