খুলনা, বাংলাদেশ | ১ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  ভারতে হাসপাতালে আগুন লেগে ১০ শিশুর মৃত্যু

মনোনয়ন প্রত্যাহার করায় জাপা প্রার্থী বহিষ্কার

গেজেট ডেস্ক

কেন্দ্র থেকে অনুমতি না নিয়ে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের উপনির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেন ব্রাহ্মণপাড়া উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মো. জসিম উদ্দিন। এ কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া জাতীয় পার্টি কুমিল্লা দক্ষিণ জেলা ও ব্রাহ্মণপাড়া উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

সোমবার জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের দলীয় গঠনতন্ত্রের ২০/১ (১)ক ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই ব্যবস্থা নেন।

জাপার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির সংসদীয় বোর্ড প্রার্থী মনোনয়নের সাক্ষাৎকার অনুষ্ঠানে দেওয়া প্রতিশ্রুতির ভিত্তিতে মো. জসিম উদ্দিনকে মনোনয়ন দেওয়া হয়েছে। কিন্তু জসিম উদ্দিন মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অমান্য করেছেন। দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থিতা প্রত্যাহার করায় তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মনোনয়ন বৈধ ঘোষণার সময় লাঙল প্রার্থী জসিম উদ্দিন বলেন, জাতীয় পার্টিকে কথা দিয়েছি নির্বাচন করব এবং মনোনয়নের মর্যাদা রাখব। আমি নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি।

কিন্তু হঠাৎ করে তার মনোনয়ন প্রত্যাহারে ক্ষুব্ধ জাতীয় পার্টির নেতারা। মনোনয়ন প্রত্যাহারের পর তিনি বলেন, করোনার সময় এলাকার লোকজন আমাকে ধরেছেন নির্বাচন না করার জন্য। উনি মুরব্বি মানুষ, তাই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।

কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এয়ার আহমেদ সেলিম বলেন, জসিম উদ্দিন কার সিদ্ধান্তে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন এ বিষয়ে জানি না। মনোনয়ন পাওয়ার পরও যোগাযোগ করেনি।

কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ওবায়দুল কাদের মহন জানান, জসিম উদ্দিন টাকার বিনিময়ে বিক্রি হয়ে আত্মগোপনে আছেন। কাউকে না জানিয়ে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেছেন তিনি।

এ বিষয়ে জসিম উদ্দিনের সঙ্গে বার বার যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

তবে আওয়ামী লীগ প্রার্থী আবুল হাশেম খান বলেন, জসিম এলাকার ছোট ভাই। এলাকার লোকজন এবং আমাদের দলীয় লোকজনের অনুরোধে সে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। এখানে আর্থিক লেনদেনের কোনো ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, আগামী ২৪ জুন মনোনয়ন প্রত্যাহারের দিন ধার্য থাকলেও চারদিন আগেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান জসিম উদ্দিন। রোববার (২০ জুন) বিকেলে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে এসে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের কাছে প্রার্থিতা প্রত্যাহারের আবেদনটি জমা দেন জাপার প্রার্থী জসিম উদ্দিন। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট আবুল হাসেম খান।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!