আমি অন্ধকারের প্রাণী,
প্রাণ আছে-
মানুষের মত আমারও
দুহাত – দুপা
তাদের নিজ নিজ কাজ করে চলে ক্রমাগত।
মানুষের মত আমারও আছে পঞ্চইন্দ্রিয়,
অন্ধকারে সৃষ্ট বলে আমি কেবল
স্থান গড়েছি অন্ধকারে!
মাতৃগর্ভের অন্ধকার
আর সৃষ্টির পর পৃথিবীর অন্ধকার
দুয়ে মিশে আমি এক অন্ধকার মনুষ্যভুত।
সবাই দেখতে পায় না তার ভেতরের ভুতটাকে,
আমি স্পষ্ট দেখতে পাই তাকে।
আমার ভেতরের ভয়ংকরগুলোকে
পৃথিবী থেকে আলাদা রাখতে চাই।
বারমুদা ট্রাংঙ্গলের মত রহস্যময় দ্বীপ
আছে মানুষের অন্তঃস্তলে।
আমি আমার মনুষ্যভুতটাকে নিয়ে যাই
সেই দ্বীপে-অন্ধকারের অন্তরালে।
অন্ধকারে খোঁজে কেউ ধ্বংসকৃত বুক,
অন্ধকার মনুষ্যভুত হিসেবে
আমার কোন বুক নেই, যেখানে থাকে হৃদয়।
ওটা আলোর ঝলকানিতে
পৃথিবীর এক ভয়ংকর যুদ্ধে
বিধ্বস্ত হয়ে গেছে আমার অস্তিত্ব থেকে।
খুলনা গেজেট / এমএম