খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বোলিং অ্যাকশন পরীক্ষায় আবারও ফেল সাকিব আল হাসান, এক বছরের জন্য বল করতে পারবেন না আন্তর্জাতিক ক্রিকেটে
  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি
  সংস্কার-নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে : ফখরুল

মণিরামপুরে খাবার হোটেলে কাভার্ড ভ‌্যান, নিহত ৫

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের মনিরপুরের ব্যাগারিতলা এলাকার একটি খাবার হোটেলে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যান ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলে ৫ জন নিহত হয়। নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছে। শুক্রবার সকালে এ ঘটনাটি ঘটে। পুলিশ কাভার্ড ভ্যানের চালক ও হেলপারকে আটক কর‌তে পা‌রে‌নি।

নিহতরা হলেন, হাবিবুর রহমান পচা, তার সাত বছরের সন্তান মো: তাহসিন, সামসুর রহমান, মো: তৌহিদুল ইসলাম ও মো: জিয়াউর রহমান। নিহত পাঁচজন মনিরামপুর উপজেলার টুনিয়াঘেরা ও জয়পুর এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, সকাল সাড়ে ৭ টার দিকে যশোর থেকে মনিরামপুরগামী একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাবার হোটেলে ঢুকে পড়ে। এসময়ে সেখানে কয়েকজন সকালের খাবার খাচ্ছিল। ঘটনাস্থলে ৫ জন নিহত হয়।

মনিরামপুর থানার অফিসার ইনচার্জ শেখ মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় ব্যাগারিতলার ১০ টি দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে। কার্ভাড ভ্যান জব্দ করা হয়েছে। তবে চালক বা হেলপার কাউকে পাওয়া যায়নি। স্থানীয় জনতা, ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার কাজে অংশ নিয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!