খুলনা, বাংলাদেশ | ১৪ মাঘ, ১৪৩১ | ২৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  রানিং স্টাফরা কর্মবিরতিতে, সারা দেশে বন্ধ হল ট্রেন চলাচল

মনমোহন সিংয়ের মৃত্যুতে ভারতে ৭ দিনের শোক

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও অন্যতম সেরা অর্থনীতিবিদ মনমোহন সিং গতকাল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে দিল্লির দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে (এইমস) ৯২ বছর বয়সে মারা গেছেন। তাঁর শেষকৃত্য আগামীকাল শনিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে।

১৯৭১ সালে বাণিজ্য মন্ত্রণালয়ের অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে যোগ দিয়ে মনমোহন সিং ভারত সরকারে প্রথমবারের মতো যুক্ত হয়েছিলেন। বেশ কিছুদিন ধরে তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।

১৯৩২ সালে পাঞ্জাবে জন্মগ্রহণ করেন মনমোহন সিং। ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। দীর্ঘ ৩৩ বছর দায়িত্ব পালনের পর এ বছরের শুরুতে রাজ্যসভা থেকে অবসর নিয়েছিলেন তিনি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ভারত ও বিশ্বের বিভিন্ন নেতা ও নাগরিকরা মনমোহন সিংয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে (এইমস) এক বিবৃতিতে জানায়, সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং বাড়িতে হঠাৎ জ্ঞান হারানোর পরে বৃহস্পতিবার রাতে তাকে দিল্লির এইমসে নিয়ে যাওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। তবে, তাকে বাঁচানো যায়নি। ২৬ ডিসেম্বর রাত ৯টা ৫১ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মনমোহন সিংয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি মনমোহন সিংয়ের বিনয়ী ব্যক্তিত্ব ও একজন বিশিষ্ট অর্থনীতিবিদ হিসেবে ভূমিকার প্রশংসা করেছেন৷ মোদি বলেছেন, তার (মনমোহন) প্রজ্ঞা ও নম্রতা সর্বদা দৃশ্যমান ছিল।

এদিকে, লোকসভার বিরোধীদলীয় নেতা এবং কংগ্রেসের সংসদ সদস্য রাহুল গান্ধী তার ‘গুরু এবং পথনির্দেশকের’ মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে রাহুল গান্ধী বলেন, লাখ লাখ মানুষ সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে অত্যন্ত গর্বের সঙ্গে মনে রাখবেন। এ ছাড়া প্রিয়াঙ্কা গান্ধী ও মল্লিকার্জুন খার্গসহ আরও বেশ কয়েকজন কংগ্রেস নেতা সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং সর্বদা ‘জাতির প্রতি তাঁর সেবা, তাঁর নিষ্কলঙ্ক রাজনৈতিক জীবন এবং তাঁর পরম বিনয়ের’ জন্য স্মরণীয় হয়ে থাকবেন। তার চলে যাওয়া জাতির জন্য বড় ক্ষতি।

কংগ্রেস বৃহস্পতিবার ঘোষণা করেছে, সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসহ সব দলীয় কর্মসূচি আগামী সাত দিনের জন্য বাতিল করা হয়েছে।

কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, ভারতের কেন্দ্রীয় সরকার সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে সাত দিনের শোক ঘোষণা করেছে। ভারতের অর্থনৈতিক সংস্কারের এই স্থপতির প্রতি শ্রদ্ধা জানাতে শুক্রবার বেলা ১১টায় মন্ত্রিসভা বৈঠকে বসবে৷

ড. মনমোহন সিংয়ের শেষকৃত্য শনিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন কংগ্রেস নেতা কেসি ভেনুগোপাল। তিনি জানান, শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হবে। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সাবেক প্রধানমন্ত্রীর মরদেহ তাঁর বাসভবন মতিলাল নেহেরু মার্গে নেওয়া হয়। বার্তা সংস্থা এএনআই জানায়, জনসাধারণকে মনমোহন সিংয়ের মরদেহে শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ দেওয়া হবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!