ভারতের মধ্যপ্রদেশের হারদা জেলার বয়রাগড় এলাকায় বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১১ মৃত্যু হয়েছে।
এ ঘটনায়া আহত আরও ৬০ জন। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার(৭ ফেব্রুয়ারী) সকালে এ ঘটনা ঘটে।
বিস্ফোরণে পুড়ে ছাই হয়ে গিয়েছে অন্তত ৬০টি বাড়ি। আশপাশ এলাকার একশটির বেশি পরিবার সরিয়ে দেওয়া হয়েছে। চারিদিকে শুধু হাহাকার। আতঙ্কে মানুষ এলাকা ছাড়ছে। আতঙ্কিত কারখানার আশপাশ এলাকায় এই বিস্ফোরণে মানুষ ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মধ্যপ্রদেশের হারদা জেলার বইরাগড় এলাকা পুলিশের নজরে ফাঁকি দিয়ে গজিয়ে উঠেছিল অবৈধ বাজি কারখানা। এদিন সকালে সেই কারখানাতেই বিস্ফোরণ ঘটে। চার থেকে পাঁচবার বিকট শব্দে এলাকা কেঁপে ওঠে।
স্থানীয় সূত্রে আরো খবর, কারখানাটিতে অন্তত ১০০ জন শ্রমিক কাজ করছিলেন। তাঁদের মধ্যে অন্তত ৬ জনের ঝলসে যাওয়া দেহ উদ্ধার হয়। আরও ৩০ জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়েছে। বিস্ফোরণের জেরে শুধুমাত্র কারখানা শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, এমনটা নয়। আশপাশের বসতির অন্তত ৫০-৬০ জন বিস্ফোরণে জখম হয়েছেন। কারখানার আশপাশে থাকা শখানেক বাইক-স্কুটারও জ্বলে খাক হয়ে গিয়েছে।
খুলনা গেজেট/ টিএ