মণিরামপুরে সাহিত্য পরিষদের ২৯ তম সাহিত্য আড্ডার আলোচনা অনুষ্ঠানে ৩ টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। শুক্রবার মণিরামপুর প্রেসক্লাবের হলরুমে এ সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়।
সংগঠনটির সভাপতি সহকারী অধ্যাপক কবি হোসাইন নজরুল হকের সভাপতিত্বে সাহিত্য আড্ডার আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক আহাম্মেদ লিটন ও বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন। সংগঠনের সাধারণ সম্পাদক কবি অশোক কুমার বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠে অংশ নেন কবি হোসেন আলী, মশিউর রহমান খান, সৌমিত্র বিশ্বাস, মলয় বিশ্বাস, আতিয়ার রহমান, আব্দুল কাদের, কওছার আলী গোলদার, সায়ফুল আলম, শহিদুজ্জামান মিলন, গাজী শহিদুল ইসলাম, ডাঃ মোকাররম হোসেন, শফিক শিমু, এ্যাড. মাহমুদা খানম, কৃষ্ণপদ মল্লিক, কে, এম শহীদুল ইসলাম, শাহরিয়ার সোহেল, শিশু কবি ফারদিন শাহরিয়ার প্রমুখ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কবি হোসাইন নজরুল হকের কাব্যগ্রন্থ ‘ভাব প্রেম পদাবলী’, কবি শফিক শিমু’র গল্পগ্রন্থ ‘পান্তা ইলিশের গল্প’ এবং কবি অশোক কুমার বিশ্বাসের কাব্যগ্রন্থ ‘নৈসর্গিক ও মানুষ’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
খুলনা গেজেট/এমআর