খুলনা, বাংলাদেশ | ১৪ পৌষ, ১৪৩১ | ২৯ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে এক জনের মৃত্যু, হাসপাতালে ১০৪
  বগুড়ায় ট্রাকচাপায় বাবা-মেয়েসহ নিহত ৩
  আগামী বিজয় দিবসের আগে জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করা হবে : আসিফ নজরুল

মণিরামপুরে সাংবাদিকদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়

মণিরামপুর প্রতিনিধি

মণিরামপুর প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বিএনপি’র নেতৃবৃন্দ। শনিবার সন্ধ্যায় প্রেসক্লাবে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক পৌর মেয়র এড. শহীদ ইকবাল হোসেন বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য স্থানীয় সাংবাদিকদের প্রতি দাবি জানান।

তিনি আরো বলেন, ‘দলের নীতি-নির্ধারকরা যদি চায় তাহলে আগামী পৌরসভা নির্বাচনে তিনি আবারো মেয়র প্রার্থী হয়ে নির্বাচন করবেন।’

এ সময় তার সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাই, উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক পৌর কাউন্সিলর মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক এড. মকবুল ইসলাম ও পৌর বিএনপি’র যুগ্ম সম্পাদক সন্তোষ স্বর।

প্রেসক্লাবের সভাপতি ফারুক আহাম্মেদ লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেনের পরিচালনায় সভায় প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!