খুলনা, বাংলাদেশ | ১২ পৌষ, ১৪৩১ | ২৭ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  জাহাজে ৭ খুনে জড়িতদের বিচার দাবিতে সারাদেশে নৌযান শ্রমিকদের লাগাতার কর্মবিরতি শুরু
  মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং

মণিরামপুরে চাঁদাবাজিকালে ভুয়া ম্যাজিষ্ট্রেট, বিএসটিআই’র কর্মকর্তা, সাংবাদিকসহ আটক ৪

মণিরামপুর প্রতিনিধি

মণিরামপুরে ম্যাজিষ্ট্রেট, বিএসটিআই’র কর্মকর্তা ও সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজির চেষ্টাকালে স্থানীয় জনতা এক ভুয়া ম্যাজিষ্ট্রেটসহ ৪ জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

তারা মণিরামপুর থেকে আটক হলেও ঘটনাস্থল অভয়নগর হওয়ায় মণিরামপুর থানা পুলিশের সহযোগীতায় তাদেরকে অভয়নগর থানায় হস্তান্তর করা হয়। মঙ্গলবার দুপুরে উপজেলার ঢাকুরিয়া বাজারে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন ম্যাজিষ্ট্রেট পরিচয়দানকারী খুলনা খালিশপুর এলাকার শাহাদৎ হোসেন, বিএসটিআই’র কর্মকর্তা পরিচয়দানকারী একই এলাকার মোস্তফা ফয়সাল, একটি অনলাইনের সাংবাদিক পরিচয়দানকারী ইতি খাতুন ও পত্রিকার সম্পাদক পরিচয়দানকারী ঝিনাইদহের আলোকদিয়া এলাকার জহিরুল ইসলাম।

মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, উপজেলার ঢাকুরিয়া বাজারে স্থানীয় জনতা কর্তৃক ৪ জনকে আটকের খবর জানার পর পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু ঘটনাস্থল অভয়নগরের একটি রাইচ মিল হওয়ায় তাদেরকে অভয়নগর থানায় হস্তান্তর করা হয়।

মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউপি চেয়ারম্যান এরশাদ আলী জানান, জনগণ কর্তৃক গণপিটুনির হাত থেকে রক্ষা করতে আটকদের তার ইউনিয়ন পরিষদে নিরাপত্তায় রাখা হয়। পরে পুলিশ এসে ইউনিয়ন পরিষদ থেকে তাদেরকে হেফাজতে নিয়ে যায়।

অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, আটকরা নিজেদের ম্যাজিষ্টেট, বিএসটিআই’র কর্মকর্তা ও সাংবাদিক পরিচয় দিয়ে মঙ্গলবার অভয়নগর উপজেলার মাগুরা এলাকার মনোয়ারা রাইচ মিলে যায়। এসময় রাইচ মিল মালিকের কাছে কাগজ-পত্র চাওয়ার পাশাপাশি তারা নানা ধরনের কথাবার্তা বলতে থাকে। এক পর্যায় রাইচ মিল মালিকের নিকট তারা ১০ হাজার টাকা দাবি করে। বিষয়টি সন্দেহ হলে মিল মালিক আব্দুল মজিদসহ অন্যান্যরা স্থানীয়দের জানাতে থাকে। এসময় ঘটনা বেগতিক দেখে তারা তাদের ব্যবহৃত প্রাইভেটকার যোগে ঘটনাস্থল ত্যাগ করে দ্রুত সটকে পড়ে মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া বাজারে যায়।

ভুক্তভোগী মিল মালিক আব্দুল মজিদ জানান, মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া এলাকার জনগণের সহযোগীতায় ৪ প্রতারক আটক হয়।

এছাড়া, অভয়নগর প্রেমবাগ এলাকার ভুক্তভোগী মিষ্টির দোকান মালিক মতিয়ার রহমান ও মুরাদ হোসেন জানান, একই প্রতারক চক্র গত ২৩ আগষ্ট তাদের দোকানে এসে পঁচা মিষ্টি-খাবার বলে ২ হাজার করে টাকা হাতিয়ে নিয়ে যায়।

এর আগে মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া এলাকার আতাফ হোসেনের বিস্কুট ফ্যাক্টরী থেকে প্রতারণার মাধ্যমে ৩ হাজার টাকা হাতিয়ে নেয়। এছাড়া, চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় প্রবেশ করে একইভাবে প্রতারণা করে আসছে বলে অভিযোগ রয়েছে।

জানতে চাইলে অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, ‘আটক ৪ জনের বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

তবে জনতার হাতে আটকের পর তারা স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে নিজেদের নির্দোষ দাবি করে বলেছেন, তাদেরকে ফাঁসিয়ে দেয়া হচ্ছে।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!