যশোরের মণিরামপুরে অগ্নিকান্ডে বসতবাড়ী, গোয়াল ও রান্নাঘর পুড়ে প্রায় ৭ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। সোমবার (২৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার খেদাপাড়া ইউনিয়নের খড়িঞ্চী গ্রামের স্বপন রায় ও প্রভাষ রায়ের বাড়ীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গেলেও সবকিছু পুড়ে যায়। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের ধারণা বিদ্যুতের শর্টসার্কিট থেকে উক্ত অগ্নিকান্ড ঘটতে পারে। তবে ক্ষতিগ্রস্থদের দাবী রান্না ঘরের আগুনের ফুলকি থেকে এ অগ্নিকান্ড ঘটেছে।
ক্ষতিগ্রস্থ স্বপন রায় জানান, ঘটনার সময় তার ছোট ভাই প্রভাষ রায়ের স্ত্রী রান্না করছিল। রান্না রেখে সামান্য সময়ের জন্য অন্য কাজে বাইরে গেলে চুলার আগুন থেকে ফুঁলকি উঠে রান্না ঘরের চালে আগুন লেগে যায়। এসময় চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। এক পর্যায় রান্না ঘরের আগুন থেকে একটি বসতঘর, ২টি গোয়ালঘর এবং ২টি রান্নাঘর পুড়ে যায়। অগ্নিকান্ডে ফ্রিজ, টিভিসহ বিভিন্ন মালামাল পুড়ে তাদের দুই পরিবারের প্রায় ৭ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
মণিরামপুর ফায়ার সার্ভিস ইউনিটের ইনচার্জ আবু আহসান দাবী করেন, ওই অগ্নিকান্ডে আড়াই লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা বাকী মালামাল উদ্ধার করতে সক্ষম হয়।
খুলনা গেজেট/এমএইচবি