যশোরের মণিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের বিএনপি সমর্থিত স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী এফ এম মাহাবুর রহমান নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। রবিবার (১৪ নভেম্বর) বিকেলে মণিরামপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, খানপুর ইউনিয়নে বিএনপির একাধিক প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এতে দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ার কারণে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানো সিদ্ধান্ত গ্রহণ করেন।
এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কারো চাপে নয়, অথবা অন্য প্রার্থীকে সমর্থন দিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াননি। বিএনপি নীতিনির্ধারনী মহলের সিদ্ধান্ত মোতাবেক দল নির্বাচনে অংশ নিচ্ছে না। একদিকে দলীয় নির্দেশনা অন্যদিকে নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠ না হওয়ার আশংকায় তিনি এ সিদ্ধান্ত নেন। একই সাথে তিনি বিএনপি সমর্থিত সকল প্রার্থীকে নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে আগামীতে আন্দোলন-সংগ্রামের প্রস্তুতি নেওয়ার আহবান জানিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন খানপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জেল হোসেন খান, উপজেলা স্বেচ্ছাসেবদলের আহবায়ক বিল্লাল হোসেন প্রমূখ।
খুলনা গেজেট/ টি আই