যশোরের মণিরামপুর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাফেজা খাতুন (২২) নামে এক গৃহবধূকে কুপিয়ে গুরুতর জখম করেছে তার দেবর শরিফুল ইসলাম। সোমবার (১৩ ডিসেম্বর) উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের মোবারকপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। আহত রাফেজাকে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে শরিফুল।
রাফেজা খাতুন উপজেলার মোবারকপুর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী। শরিফুল ইসলাম তার আপন ছোট ভাই। এ ঘটনায় সোমবার রাতে মনিরামপুর থানায় লিখিত অভিযোগ করেছেন গৃহবধূর স্বজনরা।
গৃহবধূর ভাই আবু হুরায়রা বলেন, সোমবার সকালে আমার ভাগ্নে তানভীর (৫) ও শরিফুলের ছেলে নাহিদ (৫) স্কুলে যায়। এসময় তারা দু’জনে মারামারি করে। বিষয়টি বাড়ি এসে নাহিদ তার বাবাকে জানায়। এতে শরিফুল ক্ষিপ্ত হয়ে তানভীরকে মারপিট করে। আমার বোন রাফেজা এ ঘটনার প্রতিবাদ করলে শরিফুল তাকে বেদম মারপিট ও ধারালো দা দিয়ে বোনের পিঠে ও মাথায় কুপিয়ে গুরুতর জখম করে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-ই-আলম সিদ্দিকী বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্তকে আটকের জন্য সোমবার রাতে মোবারকপুর গ্রামে পুলিশ অভিযান চালিয়েছে। অভিযুক্ত শরিফুল ইসলাম পলাতক রয়েছে। তাকে আটকের পর এ ঘটনায় মামলা হবে।
খুলনা গেজেট/এনএম