পবিত্র রমযানে ইবাদতের অংশ হিসেবে আল্লাহর সন্তুষ্টির জন্য যশোরের মণিরামপুরে অন্যান্যদের সাথে সুন্নাত এ‘তেকাফে অবস্থান নিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন তিন কিশোর। এ ঘটনা জানার পর পৌর শহরে অবস্থিত কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লিহরা নিজ নিজ অবস্থান থেকে ওই তিন কিশোরসহ এ‘তেকাফে অবস্থানকারী অন্যান্যদের জন্য দোয়া কামনা করেছেন।
৩ মে থেকে ঈদ-উল ফিতরের চাঁদ দেখা পর্যন্ত কেন্দ্রীয় জামে মসজিদে অন্যান্যদের সাথে ১৭ থেকে ১৮ বছর বয়সী ৩ কিশোরের এ‘তেকাফে অবস্থান করার বিষয়টি নিশ্চিত করেন অত্র মসজিদের ইমাম মাওলানা মাহমুদুল হাসান।
জানাযায়, কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মুফতি নিজমউদ্দীন জুম্মার নামাজে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত এক আলোচনায় এ‘তেকাফের গুরুত্ব সম্পর্কে উপস্থিত মুসল্লিহদের অবহিত করে এ‘তেকাফে মসজিদে অবস্থানের আহ্বান জানান। এতে প্রাথমিকভাবে ৩ জন প্রাপ্ত বয়ষ্ক মুসল্লিহ সম্মত হন। এরপর ওই ৩ কিশোর তাদের সাথে এ‘তেকাফে অবস্থানের জন্য ইচ্ছা প্রকাশ করেন।
জানাগেছে, এ‘তেকাফে অবস্থানকারীদের খোঁজ-খবর নেয়াসহ খেদমতের জন্য দায়িত্ব পালন করছেন অত্র মসজিদের মোয়াজ্জিন মোহাম্মদ সাইফুল্লাহ।
খুলনা গেজেট/এমএইচবি