খুলনা, বাংলাদেশ | ১৪ পৌষ, ১৪৩১ | ২৯ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়াল এক লাখ ১ হাজার
  জামালপুরে ব্রহ্মপুত্র নদে ডুবে তিন ভাইয়ের মৃত্যু
  সচিবালয়ে আগুনের তদন্ত চলমান থাকায় মানুষের চলাচল সীমিত করা হয়েছে, আলামত যেন নষ্ট না হয়, ক্রাইম সীন রক্ষায় এমন সিদ্ধান্ত : প্রেস সচিব
  শেরপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৬

মণিরামপুরে জাতীয় পার্টি নেতা এ্যাড. আব্দুল লতিফের ইন্তেকাল

মনিরামপুর প্রতিনিধি

মণিরামপুর উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি এ্যাড. আব্দুল লতিফ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ছিলুমপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে জাতীয় পার্টির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি অসুস্থ্য হয়ে পড়েন। এসময় তাকে হাসপাতালে নেয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা যায়, নিঃসন্তান এ নেতা উপজেলা জাতীয় পার্টির একাধিকবার সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও সিনিয়র আইনজীবি ছিলেন। শুক্রবার ১৬ অক্টোবর জুম্মাবাদ লাউড়ী রামনগর কামিল মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে অত্র মাদ্রাসার কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

তার মৃত্যুতে উপজেলা জাতীয় পার্টির সভাপতি এম,এ হালিম, সাধারণ সম্পাদক এ্যাড. হাবিবুর রহমান, জাতীয় পার্টির নেতা বজলুর রহমান, আবু সাঈদ ও কেন্দ্রীয় ছাত্র সমাজের সদস্য জাকির হোসেন বাবুসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী গভীর শোক প্রকাশসহ মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!