যশোরের মণিরামপুরে পল্লীতে নারকেল গাছ চাপা পড়ে পারভিনা বেগম (৪২) ও তার এক বছর বয়সী নাতনির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত পারভিনা ওই গ্রামের আকবর আলীর স্ত্রী ও আরিফা মণিরামপুরের হাজরাকাটি গ্রামের আব্দুল আজিজের মেয়ে। এ ঘটনায় আরিফার মা রাবেয়া খাতুন (২১) আহত হন।
গ্রামের আজিবার রহমান বলেন, বৃহস্পতিবার সকাল থেকেই মণিরামপুরে ভারি বর্ষণ ও ঝড় শুরু হয়। সন্ধ্যায় পারভিনা, তার মেয়ে রাবেয়া ও নাতনি আরিফা বারান্দার খাটে শুয়ে ছিলেন। এসময় ঘরের পাশের একটি নারকেল গাছ বিকট শব্দে ঘরের উপর ভেঙে পড়ে। এতে তারা তিনজন আহত হন। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান পারভিনা ও শিশু আরিফা মারা যান।
ঈদুল আজহার সময় মেয়েকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন রাবেয়া।
স্থানীয় ইউপি সদস্য আব্দুর রাজ্জাক গাছ চাপা পড়ে নানি-নাতনির মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন। মণিরামপুর থানার ইন্সপেক্টর শিকদার মতিয়ার রহমান বলেন, ঝড়ে গাছ পড়ে দু’জনের মৃত্যুর খবর কেউ তাদের জানায়নি।
খুলনা গেজেট/ টি আই