যশোরের মণিরামপুর উপজেলার ১৭টি ইউনিয়নেই বিএনপির আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে। সোমবার বিকেলে প্রতিটি ইউনিয়নে সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ শীর্ষ পাঁচটি পদে নতুন কমিটির নেতৃবৃন্দের নাম ঘোষণা করা হয়।
যশোর জেলা বিএনপির পক্ষ থেকে সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত চিঠিতে এসব কমিটি প্রকাশ করা হয়। এ ছাড়া ওই চিঠিতে মণিরামপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন কার্যক্রম স্থগিত করে ১৩ সদস্যের আংশিক কমিটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
অনুমোদিত ইউনিয়ন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন রোহিতা ইউনিয়নে সভাপতি আবু বক্কর সিদ্দিকী, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, কাশিমনগর ইউনিয়নে সভাপতি আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, ভোজগাতী ইউনিয়নের সভাপতি আব্দুস সাত্তার দফাদার, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবু, ঢাকুরিয়া ইউনিয়নে সভাপতি জিএম মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আবু জাফর সিদ্দিকী, হরিদাসকাটি ইউনিয়নে সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক নবিরুজ্জামান আজাদ, মণিরামপুর সদর ইউনিয়নে সভাপতি আবদুল গনি মোড়ল, সাধারণ সম্পাদক আবদুল কাদের মাস্টার, খেদাপাড়া ইউনিয়নে সভাপতি রায়হান হোসেন, সাধারণ সম্পাদক আজিবর রহমান, হরিহরনগর ইউনিয়নে সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক হাদিউজ্জামান হাদি, ঝাঁপা ইউনিয়নে সভাপতি আলাউদ্দিন আলা, সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফিজ, মশ্নিমনগর ইউনিয়নে সভাপতি আবদুল খালেক, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, চালুয়াহাটি ইউনিয়নে সভাপতি কামরুজ্জামান শাহিন, সাধারণ সম্পাদক জামশেদ আলী, শ্যামকুড় ইউনিয়নে সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, খানপুর ইউনিয়নে সভাপতি আবদুস সালাম, সাধারণ সম্পাদক রকিব হাসান, দূর্বাডাঙ্গা ইউনিয়নে সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খোকন, কুলটিয়া ইউনিয়নে সভাপতি হামিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল মজিদ, নেহালপুর ইউনিয়নে সভাপতি ডাক্তার বজলুর রহমান, সাধারণ সম্পাদক জিএম খলিলুর রহমান এবং মনোহরপুর ইউনিয়নের সভাপতি ইউপি চেয়ারম্যান আকতার ফারুক মিন্টু, সাধারণ সম্পাদক নাজমুল হক।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন জানান, জেলা বিএনপির সর্ব সম্মতিক্রমে মণিরামপুরের ১৭টি ইউনিয়নের কমিটির আংশিক অনুমোদন করা হয়েছে। এ কমিটি বর্তমান দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।
এছাড়া, উপজেলা বিএনপির অনুমোদিত ১৩ সদস্যের আংশিক কমিটির চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। ফেব্রুয়ারি মাসে গঠিত আংশিক কমিটিতে সভাপতি হন অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু।
খুলনা গেজেট/ টিএ