যশোরের মণিরামপুর পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা কাজী মাহমুদুল হাসান, সচিব ও কাউন্সিলরের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামানের এনআইডি ও মোবাইল নম্বর ব্যবহার করে টিসিবির কার্ড তৈরি ও মালামাল উত্তোলনের অভিযোগে তিনি মামলাটি দায়ের করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ অভিযোগের তদন্ত করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।
মামলার অপর আসামিরা হলেন, মণিরামপুর পৌরসভার সচিব কামাল হোসেন ও তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাবুলাল চৌধুরী।
মামলা সূত্রে জানা যায়, মণিরামপুরে টিসিবির পণ্য উত্তোলনের জন্য পৌর এলাকার অসচ্ছ্বল ব্যক্তিদের কার্ড দেয়া হয় পৌরসভা থেকে। কার্ডে গ্রাহকের নাম, এনআইডি নম্বর ও ফোন নম্বর দেয়া থাকে। মণিরামপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান একজন সচ্ছ্বল ব্যক্তি হওয়া সত্ত্বেও আসামিরা তার এনআইডি ও মোবাইল নম্বর ব্যবহার করে একটি টিসিবির কার্ড তৈরি করেন। যে কার্ড ব্যবহার করে আসামিরা টিসিরি পণ্য উত্তোলন করে আত্মসাৎ করেছেন।
বিষয়টি আসাদুজ্জামান জানতে পেরে গত ৭ জুলাই পৌরসভায় অভিযোগ দিলে আসামিরা এসে হুমকি-ধামাকি দিয়ে চলে যান। দীর্ঘ প্রচেষ্টার পরে আসাদুজ্জামান মিন্টু তার নামের কার্ডটি সংগ্রহ করে আদালতে এ মামলা করেছেন।
খুলনা গেজেট/কেডি