খুলনা, বাংলাদেশ | ১৩ পৌষ, ১৪৩১ | ২৮ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  বগুড়ায় ট্রাকচাপায় বাবা-মেয়েসহ নিহত ৩
  আগামী বিজয় দিবসের আগে জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করা হবে : আসিফ নজরুল
  সচিবালয়ের নিরাপত্তার স্বার্থে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত : প্রেস উইং

মণিরামপুরের পল্লীতে অনলাইনে ক্যাসিনো জুয়া, গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের মণিরামপুর উপজেলার পল্লীতে অনলাইন ক্যাসিনো জুয়া খেলার সময় ৪ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা অনলাইনে মোবাইলে এ জুয়া খেলছিল। এসময় পুলিশ প্রধান আলামত হিসেবে চারটি মোবাইল ফোন জব্দ করেছে।

গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার নেহালপুর গ্রামের জাকির হোসেন (২৬), হুমায়ুন কবির (২৮), আব্দুল গফফার (৩২) ও আরিফুল ইসলাম (৩৪)।

মঙ্গলবার (১১ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার নেহালপুর বাজারের একটি ঘর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মণিরামপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

যশোর ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নেহালপুর বাজারে ওই রাতে তারা অভিযান চালায়। এসময় ওই ৪ জন মোবাইলে অনলাইনে ক্যাসিনো জুয়া খেলছিল। তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা অনলাইন জুয়ার সাব-এজেন্ট হিসেবে মণিরামপুর উপজেলায় কাজ করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে।

খুলনা গেজেট/এএজে

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!