খুলনা, বাংলাদেশ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ নভেম্বর, ২০২৪

Breaking News

  ৪ দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন বাইডেনের বিশেষ প্রতিনিধি দল
  পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে সন্ত্রাসী হামলায় নিহত ৪৫

মঞ্জু মনি মোর্তুজাসহ বিএনপির ৩৩ নেতাকর্মীর জা‌মিন উচ্চ আদালতে

নিজস্ব প্রতিবেদক

পুলিশের দায়ের করা দুই মামলায় উচ্চ আদালত থেকে অন্তবর্তকালীন জামিন পেয়েছেন খুলনা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ৩৩ শীর্ষ নেতা।

বুধবার (১ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিজ্ঞ বিচারপতি মো: হাবিবুল গনি ও বিচারপতি মো: রিয়াজ উদ্দিন খানের দ্বৈত বেঞ্চে শুনানী শেষে আগামী ২০২২ সালের ২২ জানুয়ারী পর্যন্ত তাদের জামিন মঞ্জুর হয়।

জামিনপ্রাপ্তরা হলেন খুলনা মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি সাহারুজ্জামান মোর্ত্তজা, মহানগর বিএনপির সম্পাদকমন্ডলীর সদস্য শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সিনিয়র সাংগঠনিক সম্পাদক এস এম মনিরুল হাসান বাপ্পী, মহানগর বিএনপির সম্পাদক মন্ডলীর সদস্য আজিজুল হাসান দুলু, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আজিজা খানম এলিজা, মহানগর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ বাবু, মহানগর যুবদলের সভাপতি মাহবুবু হাসান পিয়ারু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি একরামুল হক হেলাল, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রি, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন, মহানগর ছাত্রদলের আহবায়ক ইসতিয়াক আহমেদ ইস্তি, সদস্য সচিব মো: তাজিম বিশ্বাস ও মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হেলান আহমেদ সুমন।

মামলা পরিচালনা করেন ব্যারিষ্টার শফিউল আলম মাহমুদ ও অ্যাডভোকেট আনিসুর রহমান খান।

অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনিআমীর এজাজ খান, জাফরউল্লাহ খান সাচ্চু, অধ্যক্ষ তারিকুল ইসলাম, সিরাজুল হক নান্নু, আসাদুজ্জামান মুরাদ, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, শরিফুল ইসলাম বাবু, নাজির উদ্দিন আহমেদ নান্নু, আবু সাঈদ শেখ, নাজমুল হাসান নাসিম, রবিউল ইসলাম, রোকেয়া ফারুক, মাসুদ খান বাদল, মিলন সরদার, মতিয়ার রহমান বুলেট, মুন্না, নওশাদ, আসাদুজ্জামান। নেতৃবৃন্দদের পক্ষে আইনজীবী ছিলেন এডভোকেট মো. আসাদুজ্জামান, এডভোকেট আনিসুর রহমান খান, এডভোকেট মো. রোকনুজ্জামান সুজা, এডভোকেট নাসির উদ্দিন খান সম্রাট ও এডভোকেট জিয়াউর রহমান জামিন পেয়েছেন।

উল্লেখ্য, খুলনায় ২২ নভেম্বর সোমবার বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে নেয়ার দাবিতে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালনে পুলিশ বাঁধা দিলে ব্যাপক সংঘর্ষ বাঁধে। অনুমতি না থাকার অজুহাতে পুলিশ রাস্তা থেকে বিএনপির নেতাকর্মীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে সকাল ও বিকেলে কয়েক দফা সংঘাত সৃষ্টি হয়। পুলিশের বেধড়ক লাঠিচার্জ, টিয়ার সেল ও রাবার বুলেটে শতাধিক রাজনৈতিক কর্মী আহত হন। এ সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে পাঁচ সাংবাদিকও আহত হন। ওই রাতে খুলনা থানায় দুটি মামলা দায়ের হয়, যার নম্বর-৩৬ ও ৩৭।

খুলনা গেজেট/এএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!