আবারও ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে আজ মঙ্গলবার থেকে মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু কাপ টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতা। ফ্রাঞ্চাইজি ভিত্তিক এ ক্রিকেট প্রতিযোগিতায় পাঁচটি দল অংশ গ্রহণ করছে। দলগুলো হলো জেমকন খুলনা, বে´িমকো ঢাকা, ফরচুন বরিশাল, গাজী গ্রুপ চট্রগ্রাম ও মিনিস্টার গ্রুপ রাজশাহী। আজ দুপুর ১টা ৩০ মিনিটে দিনের প্রথম ম্যাচে ঢাকা মুখোমুখি হবে রাজশাহীর। একই দিন অপর ম্যাচে বরিশালের প্রতিপক্ষ খুলনা। আগামী ১৮ ডিসেম্বও অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার ফাইনাল। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শের এ বাংলা স্টেডিয়ামে। গ্রুপ পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুইবার করে লড়বে। রাউন্ড রবিন লিগ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল যাবে পরের রাউন্ডে।
কাগজে কলমে রাজশাহীর চেয়ে ঢাকার দল বেশি শক্তিশালী। মুশকিফের পাশাপাশি দলে রয়েছেন রুবেল হোসেন, নাঈম শেখ, সাব্বির রহমান, তানজিদ তামিম, আকবর আলী, আবু হায়দার রনির মতো ক্রিকেটার। ব্যাটিং-বোলিং দুই দিকেই রয়েছেন জাতীয় দলের খেলা তারকারা। অধিনায়ক মুশফিক মনে করেন, মাঠে পারফর্ম্যান্স করতে হবে। নাম দিয়ে শক্তিমত্তা বিচার করা যাবে না।
অন্যদিকে শক্তির বিচারে ঢাকার চেয়ে কিছুটা পিছিয়ে আছে রাজশাহী। দলে নেই কোনো আইকন কিংবা ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটার। পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনও পড়েছেন ইনজুরিতে। মোহাম্মদ আশরাফুল, এবাদত হোসেনের মতো কিছু পারফরমার ক্রিকেটার রয়েছেন। তবে অধিনায়ক শান্ত জানিয়েছেন, মুশফিককে আগে আউট করে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে চান।
এদিকে সাকিব-মাহমুদউল্লাহদের নিয়ে শক্তিশালী দল গড়েছে জেমকন খুলনা। এই দল নিয়েই কাল ফরচুন বরিশালের বিপক্ষে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ মিশনে নামছে তারা। কাগজে-কলমে শক্তিশালী দল হলেও মাঠের ক্রিকেট খেলে নিজেদের শক্তিমত্তার জানান দিতে চান খুলনা অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
সোমবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেছেন, ‘কাগজে-কলমে হয়তো আমাদের দলকে অনেক শক্তিশালী মনে হচ্ছে। তবে আমি সবসময়ই একটা কথা বিশ্বাস করি, মাঠের পারফরম্যান্সটা সবসময়ই মুখ্য। দলে যত বড় নামই থাকুক, দিনশেষে আপনাকে মাঠে সেটা প্রমাণ করতে হবে। সেক্ষেত্রে বলবো, মাঠে আমাদের প্রমাণের অনেক কিছু আছে।’
টুর্নামেন্টে ভালো করতে শুরুটা ভালো করতে মুখিয়ে আছেন মাহমুদউল্লাহ, ‘শুরুটা অনেক গুরুত্বপূর্ণ। দলীয় ও ব্যক্তিগত আত্মবিশ্বাস আনতে যেকোন টুর্নামেন্টের শুরুটা অনেক গুরুত্বপূর্ণ। তার জন্য শুরুটা ভালো হওয়া প্রয়োজন।’
খুলনা গেজেট/এএমআর