খুলনা, বাংলাদেশ | ২৫ পৌষ, ১৪৩১ | ৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম ঠিক করতে আপিল বিভাগে আবেদন, শুনানি ১৬ জানুয়ারি
  ময়মনসিংহের হালুয়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
  মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আজহারের রিভিউ শুনানি ২৩ জানুয়ারি
  যাত্রীবাহী বাসের অ্যাম্বুলেন্সের সংঘর্ষে দুটোতেই আগুন, পুড়ে নিহত ৪

মক্কায় মসজিদুল হারামের ফটকে সজোরে প্রাইভেটকারের ধাক্কা

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে ব্যারিকেড ভেঙে মসজিদুল হারামের একটি ফটকে সজোরে ধাক্কা দিয়েছে প্রাইভেটকার। স্থানীয় সময় গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

কর্তৃপক্ষ বলছে, ওই প্রাইভেটকারের চালককে ভারসাম্যহীন অবস্থায় দেখা গেছে। এ ঘটনার পরই তাঁকে আটক করা হয়েছে। বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এরই মধ্যে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, একটি প্রাইভেটকার মসজিদুল হারামের একটি ফটকের বাইরে প্লাস্টিকের ব্যারিকেট ভেঙে ফটকটিতে সজোরে ধাক্কা দেয়। এরপরই নিরাপত্তাকর্মীরা দ্রুত ফটকের সামনে গিয়ে প্রাইভেটকারটি সরিয়ে নেয় এবং চালককে আটক করে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!