খুলনা, বাংলাদেশ | ৯ মাঘ, ১৪৩১ | ২৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

ভয় দেখিয়ে, ভয় করে লাভ নেই : ফখরুল

গেজেট ডেস্ক

বর্তমান পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে কাউকে ভয় দেখিয়ে কিংবা সরকারকে ভয় পেয়ে কোনো লাভ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জাতীয় প্রেস ক্লাবে বুধবার ঢাকা সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বক্তব্যে দেশের পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা অত্যন্ত সংকটময় মুহূর্ত অতিক্রম করছি। এই সংকটময় মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন যেটা, আমরা যে যেখানে আছি, যে অবস্থায় আছি, সেখান থেকে আমাদেরকে সোচ্চার হতে হবে; আমাদেরকে কথা বলতে হবে।

‘আমাদের দাবিগুলোকে, স্বাধীনতার কথাগুলোকে, একাত্তর সালের স্বাধীনতাযুদ্ধের যে চেতনার কথা তারা (ক্ষমতাসীন দল) সবসময় বলে, সেই চেতনার সঠিক কথাটা বলতে হবে। গণতন্ত্রের মূল কথাগুলো বলতে হবে। এটা আমাদের দায়িত্ব।’

বিএনপির অনেক নেতা-কর্মী রক্ত দিচ্ছেন মন্তব্য করে ফখরুল বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এখনও তিনি গৃহবন্দি হয়ে আছেন। আজকে আমাদের দেশের অনেক প্রথিতযশা রাজনীতিবিদ, তারা শহীদ হয়ে গেছেন। আমাদের নেতা-কর্মী, তারা রাজপথে রক্ত দিচ্ছে। হাজার হাজার মানুষকে আজকে মিথ্যা মামলা, গায়েবি মামলায় জড়িয়ে তাদেরকে আজকে হয়রানি করা হচ্ছে চূড়ান্ত।’

নতুন খেলা শুরু হয়েছে অভিযোগ করে বিএনপির মহাসচিব বলেন, ‘দেখুন, আবার শুরু হয়ে গেছে সেই পুরোনো খেলা। সেই পুরোনো খেলা কী? বেশি লাফাচ্ছো? তোমার যে মামলা আছে, সেই মামলা খুব দ্রুত শেষ করব। এই মামলাগুলো আবার দেয়া হয়েছে কখন? সেই তথাকথিত এক-এগারোর সময়। তারা (ক্ষমতাসীন দল) তাদের মামলাগুলো সব তুলে নিয়ে গেছে, খারিজ করে দিয়েছে। আর বিরোধী দলের মামলাগুলো রেখে দিয়ে তাদেরকে এখন মামলায় সাজা দেয়া হয়েছে।

‘বন্ধুগণ, এটার একটা সীমা থাকে তো? এই মিথ্যাচার, এই অত্যাচার, নির্যাতনের সীমা ছাড়িয়ে গেছে…তাই এখন আর কোনো ভয় নেই। একটা লেখা পড়ছিলাম এই অল্প সময়ের মধ্যেই আমাদের অধ্যাপক সিরাজুল ইসলাম সাহেব চৌধুরীর লেখা। ভয়ের ওপরে লিখেছেন। এখন আর ভয় দেখিয়ে লাভ নেই। ভয় করেও লাভ নেই।’

তিনি বলেন, ‘বন্ধুগণ এখন নিজের অস্তিত্বের কারণে, বাঁচার কারণে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। ভয়কে জয় করে এদেরকে পরাজিত করতে হবে এবং দেশে সত্যিকার অর্থেই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।’

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!