খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আরও ৬০ দিন বাড়ল সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা
  রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত
  দেশে একজনের শরীরে এইচএমপিভি ভাইরাস শনাক্ত : আইইডিসিআর

ভ্যান হারানো শারীরিক প্রতিবন্ধী রাসেল শেখ পেলেন কেএমপির নতুন ভ্যান

 নিজস্ব প্রতিবেদক

কেএমপিতে ভ্যান হারানো শারীরিক প্রতিবন্ধী মোঃ রাসেল শেখ’কে নতুন ভ্যান উপহার দিলেন পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক। সোমবার ( ০২ অক্টোবর) দুপুরে কেএমপি সদর দপ্তরে একটি নতুন ব্যাটারি চালিত ভ্যান উপহার দেন।

এ সময় কেএমপি’র কমিশনার  বলেন, “খুলনা মেট্রেপলিটন পুলিশ খুলনা মহানগরের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ বিশেষ করে সন্ত্রাস, জঙ্গিবাদ দমন, জুয়া ও দেহ ব্যবসাসহ বিভিন্ন ধরণের ফৌজদারী অপরাধ নিয়ন্ত্রণে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। পাশাপাশি বাংলাদেশ পুলিশ মানবিক কাজ করে যাচ্ছে বিশেষ করে করোনাকালে মানবিক কাজে আমরা পিছপা হইনি। গত ১১ই আগস্ট রাসেল নামে এক ব্যক্তির ভ্যান গাড়ি হারিয়ে যায়। তার বৃদ্ধ বাবা-মা ও দুজন বোন রয়েছে। তিনি তিন বছর ধরে  ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করত। একটি এনজিও থেকে উচ্চ সুদে ঋণ নিয়ে একটা ভ্যান গাড়ি ক্রয় করে। ওইদিন রাত ৩টা থেকে ৪টায় মধ্যে চুরি হয়ে যায়।  তার পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি হিসেবে ভ্যান চুরি হওয়াতে মানবেতর জীবনযাপন করে আসছিল। ভ্যানটি চুরি হওয়ায় রাসেলের পরিবারে দুর্ভোগ নেমে আসে। সে খানজাহান আলী থানা পুলিশকে জানালে অফিসার ইনচার্জ চুরি মামলা রুজু করে ঘটনার সাথে জড়িত একজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।

তিনি আরো জানান, বিষয়টি আমাকে জানালে মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছেন রাসেলের পরিবারের প্রতি। তারই অংশ হিসেবে খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অসহায় অবস্থা থেকে উত্তোরণের লক্ষ্যে নতুন ভ্যান উপহার দিয়েছি। খাদ্য সহায়তার ব্যবস্থা করেছি। তার ভ্যান উদ্ধার হলে সে একটি ভাড়া প্রদান করবেন ও অপরটি দিয়ে নিজে উপার্জন করবে। এছাড়াও, তাকে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী চুরি হওয়া ভ্যান উদ্ধারের জন্য আমাদের তৎপরতা অব্যাহত আছে।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও)  সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম)  মোঃ সাজিদ হোসেন; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল)  মোছাঃ তাসলিমা খাতুন; ডেপুটি পুলিশ কমিশনার (সদর)  মোহাম্মদ আনোয়ার হোসেন; বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি)  রাশিদা বেগম, ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ)  মোহাম্মদ তাজুল ইসলাম; ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু; ডেপুটি পুলিশ কমিশনার (ইএন্ডডি) মোঃ কামরুল ইসলাম প্রমুখ।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!