খুলনা, বাংলাদেশ | ৭ মাঘ, ১৪৩১ | ২১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  দৈনিক ভোরের কাগজের প্রধান কার্যালয় বন্ধ ঘোষণা
  সাজাপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতির ক্ষমার ক্ষমতা চ্যালেঞ্জ করে রিট দায়ের

ভ্যান রাখাকে কেন্দ্র করে হালিমকে হত্যা, চাচার স্বীকারোক্তি

নিজস্ব প্রতিবেদক

বটিয়াঘাটা উপজেলার সুরখালী গ্রামের হালিম ফকির হত্যকান্ডে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে বাবুল ফকির নামে এক ব্যক্তি হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পরে তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেয় আদালত। গ্রেপ্তার হওয়া বাবুল সম্পর্কে নিহতের চাচা। রোববার জবানবন্দি রেকর্ড করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: আজহারুল ইসলাম।

মামলার সূত্র থেকে জানা গেছে, নিহত হালিম ফকির পেশায় একজন দিন মজুর। প্রতিবেশী চাচা বাবুল ফকিরের সাথে তার বিরোধ দীর্ঘদিনের। শুক্রবার (৬ মে) রাস্তার ওপর একটি ভ্যান রাখাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বাবুলসহ আরও কয়েকজন লোহার রড, হাতুড়ি, লাঠি ও কুড়ালের আছাড়ি দিয়ে হালিমের উপর অতর্কিত হামলা করে।

এ সময়ে বাবুল ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে কুড়ালের আছাড়ি দিয়ে মাথায় আঘাত করে। তার আত্মচিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে তারা পালিয়ে যায়। উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

এ ব্যাপারে নিহতের ভাই বাদী হয়ে চরজনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাতনামা চারজনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই নুর ইসলাম বলেন, নিহত হালিম ফকির ও আসামি বাবলু ফকির পরস্পর আত্মীয়। তাদের মধ্যে পূর্বের বিরোধ বিদ্যমান। ঘটনার দিন রাস্তার ওপর একটি ভ্যান রাখাকে কেন্দ্র করে তাদের মধ্যে মারামারি হয়। একপর্যায়ে বাবলু কুড়ালের আছাড়ি দিয়ে ভিকটিমের মাথায় আঘাত করলে অজ্ঞান হয়ে পড়লে তাকে খুলনা মেডিকেল কলেজ হসপাতালে নিলে সেখানকার চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ ব্যাপারে নিহতে ভাই মামলা করলে দু’জন আসামিকে আটক করা হয়। তারা হলো, নিহতের চাচা বাবুল ফকির ও অপরজন ইকবার সরদার। হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিতে চাইলে আজ বিকেলে আদালতে আনা হয় তাকে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি আরও জানান।

 

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!