খুলনা, বাংলাদেশ | ২৮ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আরও ৬০ দিন বাড়ল সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা
  রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত
  দেশে একজনের শরীরে এইচএমপিভি ভাইরাস শনাক্ত : আইইডিসিআর
‌সি‌রিয়াল ছাড়া আসায় ৯ ট্রাককে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

ভোমরার ওপারে ঘোজাডাঙ্গায় বন্ধ হয়নি সিরিয়ালের নামে চাঁদাবাজি

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের ওপারে ভারতের ঘোজাডাঙ্গায় সিরিয়ালের নামে চাঁদাবাজী অব্যাহত রয়েছে। ট্রাক প্রতি ৩০ হাজার টাকা চাঁদা দিয়ে কোন রকম সিরিয়াল ছাড়াই দ্রত ঘোজাডাঙ্গায় থেকে ভোমরায় আনা যায় ভারতীয় পণ্যবাহি ট্রাক। আর চাঁদা না দিলে দিনের পর দিন অপেক্ষা করতে হয় সিরিয়ালের জন্য। চাঁদা দিয়ে সিরিয়াল ছাড়া বৃহস্পতিবার (১০ফেব্রæয়ারি) ভোমরায় আসা ৯টি ট্রাক থেকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা কাস্টমস্ শুল্ক স্টেশনের পার্শ্ববর্তী বেসরকারী পার্কিংগুলোতে সিরিয়ালের নামে চাঁদাবাজি বন্ধে একযোগে আন্দোলনে নামে ভোমরার সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের আহবায়ক কমিটি সহ বন্দরের ৮টি সংগঠন । তারা কর্মবিরতি, মানববন্ধন, মতবিনমিয় ও প্রতিবাদ সমাবেশ সহ নানা কর্মসুচি পালন করে। বিভিন্ন সংগঠনের মতামতের ভিত্তিতে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার লক্ষ্যে সিরিয়ালের নামে চাঁদাবাজি বন্ধের জন্য এসব কর্মসুচি গ্রহণ করা হয়।
ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের আহবায়ক শেখ এজাজ আহমেদ স্বপন বলেন, প্রতিদিন গড়ে ৩০০ ভারতীয় পণ্যবাহী গাড়ি বাংলাদেশে প্রবেশ করে। ভোমরার বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরের বেসরকারি পার্কিং ইয়ার্ডে সিরিয়ালের নামে বিভিন্ন পন্য বিবেচনায় গাড়িপ্রতি ২৫ হাজার থেকে ৩৫ হাজার টাকা চাঁদা না দিলে তাদেরকে ৩০ থেকে ৪৫ দিন পর্যন্ত বসিয়ে রাখা হয়। এতে আমাদের দেশের আমদানি কারক ব্যবসায়িরা দারুনভাবে আর্থিক ক্ষতির সম্মুখিন হচ্ছেন। এর ফলে ভোমরা স্থল বন্দরে রাজস্ব ঘাটতিও দেখা দিচ্ছে।

তিনি আরো বলেন, কতিপয় অসাধু ব্যবসায়ি সম্পূর্ণ পরিকল্পিতভাবে আমাদের এই বন্দরটি ধ্বংস করার পায়তারা চালাচ্ছে। দীর্ঘ ৮ মাস ধরে আমরা চেষ্টা করেছি আলোচনার মাধ্যমে সমস্যাটি সমাধানের জন্য। কিন্ত সমাধান না হওয়ায় বাধ্য হয়ে আমাদের এই কর্মসূচি পালন করি।

এদিকে ভারতের ঘোজাডাঙ্গায় সিরিয়ালের নামে চাঁদাবাজীর ঘটনায় টনক নড়ে দু’দেশের উচ্চ পর্যায়ে। স্বয়ং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপধ্যায় রাজ্যের স্থল বন্দর রয়েছে এমন ৭টি জেলার ডিএম ও এসপিদের সাথে বৈঠক করে চাঁদাবাজী বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন। ঘোজাডাঙ্গায় সিএন্ডএফ নেতারা ভোমরার সাথে বৈঠক করে এধরনের চাঁদাবাজী বন্ধে ঐক্যমত পোষণ করে। কিন্তু তারপরও বন্ধ হয়নি চাঁদাবাজী।

ভারতের ঘোজাডাঙ্গায় চাঁদা দিয়ে বৃহস্পতিবার (১০ফেব্রæয়ারি) বিকালে ভোমরায় আসা ৯টি ভারতীয় ট্রাক চিহ্নিত করা হয়। তাদের নিকট থেকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সায়মা এন্টারপ্রাইজ নামক সিএন্ডএফ এজেন্ট ভারতে চাঁদা দেওয়ার ঘটনা জানা ছিল না উল্লেখ করে জরিমানা দিয়ে ট্রাকগুলো ছাড় করায় বলে নিশ্চিত করেছে ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের আহবায়ক কমিটির সদস্য রামকৃষ্ণ চক্রবর্তী।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!