খুলনা, বাংলাদেশ | ২ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক গ্রেপ্তার

ভোটে অভয়নগর বিএনপির শীর্ষ চার নেতা নির্বাচন

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের অভয়নগর উপজেলা বিএনপির শীর্ষ চারটি পদে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতা নির্বাচন করা হয়েছে। শীর্ষ এ পদের নির্বাচিত নেতৃবৃন্দ হলেন, সভাপতি পদে ফারাজি মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু এবং দুটি সাংগঠনিক সম্পাদক পদে কামাল হোসেন ও এফ এম গিয়াস উদ্দিন।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) যশোর পৌর কমিউনিটি সেন্টারে শান্তিপূর্ণ পরিবেশে নেতৃত্বের এ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৯ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে মাঝখানে জুমার নামাজের বিরতি দিয়ে শেষ হয় বিকেল ৪ টায়। ভোট গ্রহণ চলাকালে বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত নির্বাচন পর্যবেক্ষণ করেন।

ভোট গ্রহণকে কেন্দ্র করে প্রার্থী ও কর্মী সমর্থকদের পদচারণায় গোটা পৌর কমিউনিটি সেন্টার এলাকা মুখরিত হয়ে ওঠে। শীর্ষ চারটি পদের মধ্যে সাধারণ সম্পাদক এবং দুটি সাংগঠনিক সম্পাদক পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তিন পদে পাঁচ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি পদে ফারাজি মতিয়ার রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচনে ৫৬৮ জন ভোটারের মধ্যে ৫৬৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সাধারণ সম্পাদক পদে কাজী গোলাম হায়দার ডাবলু ২৮৭ ভোট পেয়ে জয়লাভ করেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মশিয়ার রহমান ২৭৪ ভোট পান। দুটি সাংগঠনিক সম্পাদক পদে কামাল হোসেন ৩৫০ এবং এফ এম গিয়াস উদ্দিন ২৯০ ভোট পেয়ে জয়লাভ করেন। তাদের একমাত্র প্রতিদ্বন্দ্বী শেখ আসাদুল্লাহ আসাদ ২৬০ ভোট পান।

প্রধান নির্বাচন কমিশনার ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু। এছাড়া জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য মিজানুর রহমান খান, সিরাজুল ইসলাম নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, নগর বিএনপির সাংগঠনিক মনিরুজ্জামান মাসুম, যুগ্ম-সম্পাদক জহিরুল আলম এবং সদর উপজেলা বিএনপি নেতা আলাউদ্দিন আলা।

এদিকে, ভোট গ্রহণ চলাকালে জেলা বিএনপির সদস্য আব্দুস সালাম আজাদ, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, অ্যাড. আনিছুর রহমান মুকুল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি নির্বাচন পর্যবেক্ষণ করেন।
ভোট গণনা শেষে সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু ফলাফল ঘোষণা করেন।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!