খুলনা, বাংলাদেশ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী আজ

ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে : জাপা মহাসচিব

গেজেট ডেস্ক

কোনো কোনো মহলের পক্ষ থেকে ভোটকেন্দ্রে না আসার জন্য ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার কাজলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, সকাল সকাল ভোটার উপস্থিতি কম। তবে বেলা বাড়লে হয়তো উপস্থিতি বাড়বে। এখান থেকেতো আর সকল কেন্দ্রের ভোটার পরিস্থিতি বলা যাবে না। গতকাল রাতেও এখানে একটি ঘটনা ঘটেছিল। এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমিতো আরও অনেক নির্বাচন করেছি, তবে এই নির্বাচনটি অন্যরকম। নির্বাচনে টাকার ছড়াছড়ি অনেক বেশি।

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুকে ছাড় দিয়ে নৌকার মনোনয়ন প্রত্যাহার করা হয়। তারপরও এ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে চারজন স্বতন্ত্র প্রার্থী ভোটযুদ্ধে মাঠে রয়েছেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!