যশোরের ভৈরব নদ থেকে অজ্ঞাত (৬০) পরিচয়ের এক পুরুষের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের কৈখালী গ্রামের নদে মৃতদেহটি ভাসতে দেখতে পায় গ্রামবাসী।
গ্রামবাসী জানায়, এদিন সকালে কৈখালী গ্রামে ভৈরব নদের ওই অংশ থেকে দুর্গন্ধ বের হতে থাকে। পরবর্তীতে তারা নদের পাড়ে গিয়ে দেখতে পান এক ব্যক্তির মৃতদেহ ভাসছে। তাৎক্ষণিক তারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। এরপর পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ বিষয়ে ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে একদিন আগে ওই ব্যক্তিকে কেউ হত্যা করে নদীতে ফেলে দিয়েছে। ওই ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছর। মুখে পাকা দাড়ি আছে, চুলও পাকা। খয়েরি রঙের জামা ও লুঙ্গি পরা ছিল। তাকে স্থানীয়রা কেউ চিনতে পারেনি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল বলেন, বিষয়টি নিয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে। প্রাথমিকভাবে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
খুলনা গেজেট/এনএম