অভয়নগর উপজেলার নওয়াপাড়ার বুক চিরে বয়ে যাওয়া ভৈরব নদে অনুষ্ঠিত হয়েছে নৌকা বাইচ প্রতিযোগীতা। নওয়াপাড়া পৌরসভার আয়োজনে ও আফিল গ্রুপের পৃষ্ঠপোষকতায় ভৈরব নদে ১২তম এ নৌকা বাইচ প্রতিযোগীতা শুক্রবার (১৭ নভেম্বর) বিকালে অনুষ্ঠিত হয়। নৌকা বাইচ দেখতে সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত ভৈরব নদের দু পাড়ে লাখো মানুষের সমাগম ঘটে। নৌকা বাইচ প্রতিযোগিতায় মোট সাতটি বাইচের নৌকা অংশগ্রহণ করে। দল গুলো হল কয়রা, দিঘলিয়া, তেরখাদা, মাগুরা, মুকসুদপুর, ও টুঙ্গিপাড়া।
অংশগ্রহণকারী বাইচ নৌকা গুলো হলো,খলিলুর রহমানের লাল রংয়ের সুন্দরবন টাইগার , মাহাবুবুর রহমানের কমলা মোবাইল এক্সপ্রেস, আকরামের হলুদ মাগুরা টাইগার, উসমানের টিয়া মায়ের দোয়া, অপূর্ব রায়ের সাদা জয় মা কালী,অমিত্র রায়ের গোলাপি হর হর মহাদেব, শিশির ঢালীর পেষ্ট মা শীতলা।
প্রতিযোগীতায় খুলনা জেলার কয়রার খলিলুর রহমানের লাল’ সুন্দরবন টাইগার প্রথম স্থান অধিকার করে। গোপালগঞ্জ জেলার টঙ্গীপাড়া অপূর্ব রায়ের সাদা জয় মা কালী বাইচের নৌকা দ্বিতীয় স্থান অধিকার করে। মাগুরা জেলার হলুদ’ মাগুরা টাইগার তৃতীয় স্থান অধিকার করে। জানা যায়, গ্রামবাংলার ঐতিহ্যকে ধরে রাখার জন্য অভয়নগরের নওয়াপাড়ায় ভৈরব নদে শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয় নৌকা বাইচ প্রতিযোগিতা। দুপুর হওয়ার সঙ্গে সঙ্গে ভৈরব নদের দু’কূলে দূরদূরান্ত থেকে হাজার হাজার নারী-পুরুষ ও শিশুরা নৌকা বাইচের আনন্দ উপভোগ করার জন্য উপস্থিত হন। বেলা ৩টায় তালতলা ঘাট এলাকা থেকে শুরু হয় এ নৌকা বাইচ প্রতিযোগিতা।
দেখা যায়, নৌকা বাইচ চলাকালিন নদীতে অভয়নগর থানা পুলিশ, নৌ-পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল দেখা যায় । নদের দুপারে হাজার হাজার নারী পুরুষ নৌকা বাইচ দেখতে বের হন। এ যেন এক মিলন মেলায় পরিণত হয় নদীর দুপাড়। নৌকা বাইচ প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি সুশান্ত কুমার দাস জানান, প্রতিযোগিতায় বিভিন্ন জেলা ও উপজেলা থেকে সাতটি বাইচের নৌকা অংশ নেয়।
প্রতিযোগিতা শেষে ফেরিঘাট চত্বরে নওয়াপাড়া পৌরসভার মেয়র ও বার্ষিক নৌকা বাইচ পরিচালনা কমিটির সভাপতি সুশান্ত কুমার দাসের সভাপতিত্বে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন, অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।
এসময় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কেএম আবু নওশাদ, সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান, থানার ওসি এবিএম মেহেদী মাসুদ নওয়াপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ রবিউল হাসান,নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক সাধারণ সম্পাদক মোজাফফর আহমেদ, মেসার্স আফিল ট্রেড ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান লাভলু, বাজার উন্নয়ন কমিটির সভাপতি গাজী নজরুল ইসলাম, শ্রমিক নেতা ইব্রাহিম হোসেন বিশ্বাস, বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক মোহা. মাসুদ পারভেজ, প্রাক্তন প্রধান শিক্ষক মাহাবুব রহমান প্রমুখ।
খুলনা গেজেট/ টিএ