খুলনা, বাংলাদেশ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে না দিতে হাইকোর্টে রিট ; শুনানি রোববার
  অনুর্ধ্ব-১৮ নারী টি-টোয়েন্টি ক্রিকেটে রংপুরকে ৩ উইকেটে হারিয়ে খুলনার জয়

ভৈরব নদে কয়লা বোঝাই ট্রলারে ডাকাতির ঘটনায় আটক ৪

নিজস্ব প্রতিবেদক

খুলনা নগরীর ৬ নং ঘাটস্থ মামুর আস্তানার পাশে নওয়াপাড়াগামী কয়লা বোঝাই একটি ট্রলার ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকায় কেএমপি সদর নৌ থানা পুলিশ নড়াইল জেলার বড়দিয়া নৌ পুলিশ ফাঁড়ির সহায়তায় চারজনকে আটক করেছে। একই সাথে বড়দিয়া বাজার সংলগ্ন নদীর মধ্যে কয়লা বোঝাই ট্রলারসহ ৫৫ টন লুণ্ঠিত কয়লা ও ডাকাতদের ব্যবহৃত একটি পুরাতন মোটরসাইকেল উদ্ধার করেছে।

আটক ব্যক্তিরা হলেন মোস্তাকিন বিশ্বাস (৩৮), সুমন শেখ (২৮),  জসিম শেখ (৪৪)  ও  চন্দনশীল (৩০)। এ ব্যাপারে খুলনা সদর থানায় একটি মামলা হয়েছে। মামলা নং ২৮ তাং ১৮/৫/২০২৫ ইং। ধারা ৩৯৫/৩৯৭/৪১২।

মামলার বাদি ব্যবসায়ী মোঃ আবুল কালাম মোল্লা এজাহারে উল্লেখ করেন, গত ১৫ মে বিকাল ৫টায় তার ট্রলারের স্টাফ সুকানি মোঃ সেলিম (৩৩), লস্কর মোঃ মনিরুজ্জামান (৩০) ও বাবুর্চি মোঃ ইলিয়াছ শেখ (৬০) মোংলা হতে মালিক শাহিনের ১০৮ টন ২০০ কেজি কয়লা (যার আনুমানিক মূল্য ১২ লাখ ৯৬ হাজার টাকা) নিয়ে নওয়াপাড়ার উদ্দেশ্যে রওনা করে। ১৬ মে সকাল আটটার দিকে খুলনা সদর থানাধীন ৬ নং ঘাটস্থ আশরাফ মামার মাজারের পূর্ব পাশে ভৈরব নদীর পশ্চিম পাশে অজ্ঞাত একটি ইঞ্জিন চালিত ট্রলারে আসা ১০-১২ জন লোক লাঠি সোঠা ও দেশীয় অস্ত্র নিয়ে ট্রলার থামাতে বলে। আমার সুকানী উপায়ান্ত না পেয়ে ট্রলার থামাবার সাথে সাথে ৮-৯ জন ডাকাত ট্রলারে উঠে স্টাফদের মারপিট শুরু করে। এবং তাদের কাছে থাকা নগদ ৪ হাজার ৭০০ টাকা, মোবাইল ফোনসহ আনুমানিক সাড়ে ৬ হাজার টাকার মালামাল জোরপূর্বক ছিনিয়ে নেয়।

এরপর ট্রলারের স্টাফদের নিকট হতে আরো টাকা পয়সা আদায় এবং ট্রলারে থাকা কয়লা লুণ্ঠন ও ট্রলার বিক্রির উদ্দেশ্যে জোরপূর্বক নড়াইল জেলার বরদিয়া বাজারের দিকে নিয়ে যায়। যাওয়ার সময় আমার ট্রলারের লস্কর মোঃ মনিরুজ্জামান ও বাবুর্চি মোঃ ইলিয়াছ শেখকে দিঘলিয়া থানাধীন শোলপুর নামক স্থানে ফেলে রেখে যায়। লস্কর ও বাবুর্চি ১৭ মে সন্ধ্যায়  নৌ পুলিশকে সংবাদ দিলে কেএমপি সদর নৌ-থানার অফিসার ইনচার্জ তার সঙ্গীয় কোর্সসহ স্পিডবোর্ডযোগে রওনা হয়ে নড়াইল জেলার বড়দিয়া নৌ পুলিশ ফাঁড়ির পুলিশের সহায়তায় ১৮ মে রাত ৩ টা ৫ মিনিটে বড়দিয়া বাজার সংলগ্ন নদীর মধ্যে কয়লা বোঝাই ট্রলারসহ ৫৫ টন লুন্ঠিত কয়লা (যার আনুমানিক মূল্য ৬ লাখ ৬০ হাজার টাকা) ও ডাকাতদের ব্যবহৃত একটি পুরাতন মোটরসাইকেল উদ্ধার করে। এ সময় লণ্ঠিত কয়লা ট্রলারে থাকা ৪ ব্যক্তিকে আটক করা হয়।

কেএমপি সদর নৌ থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ বাবুল আক্তার খুলনা গেজেটকে বলেন, ১৭ মে সন্ধ্যায় ট্রলার ডাকাতির ঘটনাটি জানতে পেরে নড়াইল জেলার কালিয়া উপজেলার বড়দিয়ার উদ্দেশ্যে রওনা হই। এরপর সেখানকার নৌ পুলিশ ফাঁড়ির সহায়তায় আমরা কয়লা বোঝাই ট্রলারসহ ৫৫ লুন্ঠিত কয়লা উদ্ধার করি। একই সাথে লুণ্ঠিত কয়লার ট্রলারে থাকা চার ডাকাতকে আটক করতে সক্ষম হই। এবং তাদের ব্যবহৃত একটি পুরাতন মোটরসাইকেল উদ্ধার করি।

 

খুলনা গেজেট/লিপু




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!