কুষ্টিয়ার ভেড়ামারায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শ্যালক-দুলাভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (১২ জুলাই) বিকেল ৫টার দিকে ভেড়ামারা উপজেলার হাওয়া খালি মাঠ এলাকায় ভেড়ামারা-দৌলতপুর সড়কে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত সাজ্জাদ হোসেন সজিব (২৩) মিরপুর উপজেলার ধুবইল ইউনিয়নের বরিয়া গ্রামের মৃত হামিদ মোল্লার ছেলে এবং নিহত মারুফুল আলম পিয়াস (৩০) পাবনার ঈশ্বরদী উপজেলার নারিচা গ্রামের শাহ আলমের ছেলে। পিয়াস সজিবের দুলাভাই।
আহত বাপ্পি (২০) দৌলতপুর উপজেলার জয়রামপুর গোরস্থান পাড়ার মৃত নিজাম উদ্দিনের ছেলে। কাজল (১৮) একই গ্রামের কামাল হোসেনের ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৫টার দিকে ভেড়ামারা উপজেলার হাওয়া খালি মাঠ এলাকায় ভেড়ামারা-দৌলতপুর সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের চারজন আরোহী আহত হয়। স্থানীয়রা ও ভেড়ামারা ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাদের অবস্থার আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে পিয়াস ও সজিব মারা যায়।
নিহতের স্বজনরা বলেন, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যে দুজন মারা গেছেন, তারা সম্পর্কে শ্যালক-দুলাভাই। নিহত সজিবের দুলাভাই নিহত পিয়াস ঈদ উপলক্ষে বেড়াতে এসেছিলেন। শ্যালক-দুলাভাই মিলে বিকেলে ঘুরছিলেন।
কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আশরাফুল আলম বলেন, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত চারজনকে সন্ধ্যার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতে দুজনের মৃত্যু হয়েছে। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, মোটরসাইকেল সংঘর্ষে চারজন গুরুতর আহত হয়। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।