মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন ৯২ বছরের গায়িকার শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার সকালে তাকে আবারও ভেন্টিলেশনে রাখা হয়। চিকিৎসক জানিয়েছিলেন, চিকিৎসায় সাড়া দিচ্ছেন লতা। বিভিন্ন থেরাপি চলছে তার।
পরিস্থিতির অবনতি হতেই বোন আশা ভোঁসলে, পরিচালক মধুর ভান্ডারকর এবং সুপ্রিয়া সুলে পৌঁছে গিয়েছেন মুম্বাইয়ের ওই হাসপাতালে।
হাসপাতালে গিয়ে আশা বলেন, দিদির শারীরিক অবস্থার যাতে উন্নতি হয়, তার জন্য আপনারা প্রার্থনা করুন।
হাসপাতালে লতাকে দেখতে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। তিনি বলেন, প্রধানমন্ত্রী চান, লতা তাড়াতাড়ি সুস্থ উঠুন।
করোনায় আক্রান্ত হয়ে ১১ জানুয়ারি মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয় এশিয়া উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী লতাকে। সেখানে নিউমোনিয়া ধরা পড়ে ৯২ বছরের গায়িকার।
শনিবার হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, লতা মঙ্গেশকারের শারীরিক পরিস্থিতির আবার অবনতি হয়েছে। গায়িকার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। আইসিইউতেই তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন।