ভূমি খাতের সেবাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর লক্ষে অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি), সচেতন নাগরিক কমিটি (সনাক), খুলনার আয়োজনে নগরীর ২৩ নং ওয়ার্ডে বসবাসকারী সাধারণ মানুষের সাথে কমিউনিটি অ্যাকশন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ মে) বেলা সাড়ে ১১টায় নগরীর ২৩ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এসিজি ভূমি’র সমন্বয়ক মোহাম্মদ মিলনের সভাপতিত্বে অধিপরামর্শ সভায় প্রধান অতিথি ছিলেন ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর ইমাম হাসান চৌধুরি ময়না।
অ্যাকশন সভায় উপস্থিত জনসাধারন খুলনা সদর ভূমি অফিসের সেবা বিষয়ে তাদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে ইমাম হাসান চৌধুরি ময়না বলেন’ তৃণমূল পর্যায় মানুষের নিকট থেকে উঠে আসা অভিজ্ঞতা সেবাদানকারি প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করে সেবার মান বৃদ্ধিতে আজকের যে আয়োজন তা নিঃসন্দেহে ভূমি আফিসের সেবায় মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে’।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ মিলন বলেন, ‘ভূমি অফিস নিয়ে সাধারণ মানুষের যে সকল অভিজ্ঞতা আজকের মতবিনিময় সভায় উঠে এসেছে আমরা তা যথাযথ কর্তৃপক্ষের নজরে আনবো। আমরা বিশ্বাস করি সকলের সম্মিলিত প্রচেষ্টায় সদর খুলনা ভূমি অফিসের সেবায় মান বৃদ্ধি করতে পারবো’।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) এর সহ-সমন্বয়ক সাইফুল ইসলাম ও সনাক সদস্য জনাব ডাঃ সঞ্জয় কুমার সাহাসহ ভূমি অফিসের সেবাগ্রহীতারা।
খুলনা গেজেট/এমএম