খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  স্প্যানিশ সুপার কাপ : রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন বার্সা

ভূমি অধিকার সম্মেলন : ভূমি ব্যাংক প্রতিষ্ঠাসহ বিভিন্ন দাবি উত্থাপণ

 নিজস্ব প্রতিবেদক

খুলনায় ‘ভূমি অধিকার সম্মেলনে’ ভূমি ব্যাংক প্রতিষ্ঠা ও সেখান থেকে সহজ শর্তে ঋণ প্রদান, ভূমি রেকর্ড ডিজিটাইজ করা, ভূমিজট কমাতে বিশেষ আইনী ও বিচাররিক ব্যবস্থাসহ বিভিন্ন দাবি জাননো হয়েছে।

মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) নগরীর সিএসএস আভাসেন্টারে বেসরকারি সংস্থা উত্তরণ দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে খুলনা, সাতক্ষীরাসহ বিভিন্ন এলাকায় সরকারি-বেসরকারি সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, আইনজীবী, ভূমিহীন সংগঠকসহ দেড় শতাধিক মানুষ অংশ নেন।

সম্মেলনের বিভিন্ন পর্বে আলোচকরা বলেন, দেশে বর্তমানে দারিদ্র্যের হার ১৮ দশমিক ৭ শতাংশ। অতিদারিদ্রের হার ৫ দশমিক ৬ শতাংশ। ফলে দারিদ্রমুক্ত দেশ গড়তে এই জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে সাবলম্বী করতে তুলতে হবে। সহজ ও হয়রানিমুক্ত ভূমি ব্যবস্থাপনা, খাস জমির যথাযথ ব্যবহার এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। জমির রের্কড সংশোধন করে ১৯৮৪ সালের আইন অনুযায়ী খাসজমি চিহ্নিত, ডিজিটাল খাসজমি তথ্য ভান্ডার তেরী ও উম্মুক্ত করা এবং প্রকৃত ভূমিহীনদের মাঝে খাস জমি বন্টনের ব্যবস্থা করা গুরুত্বপূর্ণ।

উত্তরণ পরিচালক শহিদুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ও খুলনা -৫ আসনের সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ। অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ।

সম্মেলনে প্রথম পর্বে ‘খাসজমি ও ভূমিহীনদের জমি’-শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেষ্ঠ্য সাংবাদিক গৌরাঙ্গ নন্দী ও দ্বিতীয় পর্বে খাস জমি নীতি বিষয়ক বক্তব্য উপস্থাপন করেন দৈনিক পত্রদূত সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।
সম্মেলনের বিভিন্ন পর্বে বক্তব্য দেন অধ্যাপক আনোয়ারুল কাদির, অধ্যাপক আনোয়ার হোসেন, বিএমএ খুলনার সভাপতি ডা. শেখ বাহারুল আলম, খুবি শিক্ষক ড. সঞ্জয় কুমার চন্দ, অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন ম-ল, সমাজসেবা উপ-পরিচালক খান মতিয়ার হোসেন, মহিলা বিষয় অধিদপ্তরের হাসনা হেনা, নারী নেত্রী সুতপা বেদজ্ঞ, অ্যাডভোকেট শামীমা সুলতানা শিলু, বটিয়াঘাটা উপজেলা পরিেেদর ভাইস চেয়ারম্যান নিতাই গাইন প্রমুখ। সম্মেলনটি সঞ্চালনা করেন উত্তরণ কর্মকর্তা মনিরুজ্জামান জমাদ্দার।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!