খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা
  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩
প্রস্তুত মুজিব বর্ষের ৩৬৪টি ঘর

ভূমিহীনমুক্ত হচ্ছে সাতক্ষীরার ৬ উপজেলা, আগামীকাল ঘোষণা করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

বছরের পর বছর ঘর না থাকার কষ্টের জীবন শেষ হতে যাচ্ছে জেলার ভূমিহীন ও গৃহহীন মানুষের। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে ঘোষিত মুজিব বর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে আধাপাকা ঘর এবং জমি পাচ্ছেন সাতক্ষীরার তিন হাজার ৪১৮টি ভূমিহীন পরিবার। ইতিমধ্যে কয়েক দফায় তিন হাজার ২০টি ঘর হস্তান্তর করা হয়েছে। বুধবার (৯ আগস্ট) সারা দেশের ন্যায় জেলার আরও ৩৬৪টি ঘর ভার্চুয়ালী উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

খোঁজ নিয়ে জানা গেছে, ভূমিহীন ও গৃহহীন পরিবারের কাছে হস্তান্তরের জন্য ৩৬৪টি ঘরের সকল কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। জেলার তালা উপজেলায় ৩১০টি, কলারোয়া উপজেলার ৩৭৫টি, দেবহাটা উপজেলার ১৬২টি ও শ্যামনগর উপজেলায় ৫৪৯টি পরিবারকে পুনর্বাসন করে এই চার উপজেলাকে আগেই ভূমিহীনমুক্ত ঘোষণা করার হয়েছে। আগামীকাল বুধবার কালিগঞ্জ উপজেলার ১১৭টি এবং সাতক্ষীরা সদর উজলোর ৪০টি ঘর উদ্বোধনের মধ্যে দিয়ে এই দুই উপজেলাকে ভূমিহীনমুক্ত ঘোষণা করার প্রস্তাব দেওয়া হয়েছে। সব মিলিয়ে এবার জেলার ৬টি উপজেলা ভূমিহীনমুক্ত ঘোষণা করা হচ্ছে।

একই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের ন্যায় জেলার কালিগঞ্জ উপজেলায় ১১৭টি, আশাশুনি উপজেলা ২০৭টি ও সদর উপজেলা ৪০টিসহ মোট ৩৬৪টি ভূমিহীন পরিবারের ঘর উদ্বোধন ঘোষণা করবেন। প্রতিটি পরিবার ২কাঠা জমিসহ দুই কক্ষ বিশিষ্ট একটি আধা পাকা ঘর, একটি বাথরুম, রান্না ঘরসহ সুপেয় পানির সুবিধা পাবে। এ বিষয়ে আজ মঙ্গলবার (৮ আগস্ট) বেলা ১২টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের অবহিত করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, জেলায় ৩৬৪টি মুজিববর্ষের ঘর উদ্বোধনের জন্য প্রস্তুত করা হয়েছে। আগামীকাল বুধবার ভার্চুয়ালী এসব ঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, স্বচ্ছতার সাথে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের আন্তরিক প্রচেষ্টায় ঘর গুলো নির্মাণ করা হয়েছে। এর আগে জেলার চার উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা করা হয়েছিলো। এবার আরও দুটি উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, একটি উপজেলা কিছু ঘরের কাজ চলমান রয়েছে। পরবর্তিতে সেই ঘর গুলো হস্তান্তরের মাধ্যমে সাতক্ষীরা জেলাকে ভূমিহীনমুক্ত জেলা হিসেবে ঘোষণা করা হবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!