খুলনা, বাংলাদেশ | ২৮ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ৪৫
  বোলিং অ্যাকশন পরীক্ষায় আবারও ফেল সাকিব আল হাসান, এক বছরের জন্য বল করতে পারবেন না আন্তর্জাতিক ক্রিকেটে
  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি

ভুল স্বীকার তানজিম সাকিবের, বিসিবির সতর্কবার্তা

ক্রীড়া প্রতিবেদক

জাতীয় দলে স্বপ্নের মত অভিষেক হলেও তানজিম সাকিব এরই মাঝে পড়ে গেছেন তীব্র সমালোচনার মুখে। তবে মাঠের খেলার কোনো কারণে নয়, তানজিম সমালোচনার মুখে পড়েছেন তার পুরনো কিছু ফেসবুক পোস্টের কারণে। এসব পোস্টে নারীদের প্রতি তার বিদ্বেষমূলক মনোভাব বেরিয়ে এসেছে। একই সঙ্গে মহান বিজয় দিবস, জাতীয় সংগীতের প্রতিও তার বিরূপ মনোভাব এখন সর্বজনবিদিত। কয়েক দিন ধরে বিষয়টি মিডিয়ায় তোলপাড় হচ্ছে। বিষয়টি নজর এড়ায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)।

দেশীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কথা বলেছে সাকিবের সঙ্গে। সেখানে নিজের ভুল স্বীকার করেছেন তানজিম সাকিব। ভবিষ্যতে এমন কিছু করবেন না বলে কথা দিয়েছেন। বিসিবিও তাকে মনিটরিং করবেন। এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে জালাল ইউনুস বলেন, ‘তানজিম সাকিবের সঙ্গে আমাদের আলাপ-আলোচনা হয়েছে। তার বক্তব্য, কাউকে আঘাত করার জন্য তিনি এমন পোস্ট করেননি। যে পোস্ট তিনি দিয়েছেন তা তার নিজের থেকে দিয়েছেন। এমন ঘটনায় সাকিব নিজেও অনুতপ্ত।’

নারীর চাকরি না করা নিয়ে সেই ফেসবুক স্টাটাস প্রসঙ্গে বিসিবিকে সাকিবের বক্তব্য, ‘আমি এর দায় নিচ্ছি, আসলে আমি নারীবিদ্বেষী নই। আমার মা একজন নারী। আমি কোনদিনই নারী বিদ্বেষী ছিলাম না।’

জালাল ইউনুস আরও বলেন, আমরা তাকে সতর্ক করেছি। ভবিষ্যতে এমন কিছু করবেন না বলে কথা দিয়েছেন সাকিব। এরপর থেকে ফেসবুকে এমন পোস্ট দিলে সেটা ক্রিকেট বোর্ড থেকে মনিটর করা হবে।’

সাকিবের এমন কাণ্ডে দুঃখ প্রকাশ করেছে তার পরিবারও। জালাল ইউনুস জানান, তানজিম সাকিবের পরিবারও খুব শঙ্কিত। এমন একটা পরিস্থিতি হবে সেটা আশা করেননি তারা। তারা সাকিবের এমন কাণ্ডে দুঃখ প্রকাশ করেছে।’

ক্রিকেটারদের বিদ্বেষমূলক মন্তব্যের ব্যাপারে আইসিসির কড়া নীতিমালা আছে। অভিষেক টেস্টে ৭ উইকেট নেওয়ার পর নিষিদ্ধ হয়েছিলেন ইংল্যান্ডের পেসার ওলি রবিনসন। যিনি কিনা নিষিদ্ধ হয়েছেন তার কিশোর বয়সের পোস্টের কারণে। তবে বিসিবি এখনই নিষিদ্ধের পথে হাটেনি। জালাল ইউনুস বলেন, তারা কেবল তানজিমকে সতর্কই করছেন, ‘যে পোস্ট দিয়েছে তাকে আমরা সতর্ক করেছি, যাতে আগামীতে এই ধরণের কোন পোস্ট না দেয়। সে বলছে অবশ্যই সে এই ধরণের পোস্ট থেকে বিরত থাকবে।’

ভবিষ্যতে এমন কিছু হলে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে জালাল বলেন, ‘সামনে বিশ্বকাপ আছে, সে তরুণ ছেলে, বয়স কম। এজন্য তাকে সতর্ক করে দেওয়া হয়েছে। এরপরও ওরকম কিছু যদি থাকে তাহলে আমরা অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ম্যাচেই নজর কাড়েন সাকিব। সদ্য শেষ হওয়া এশিয়া কাপে ভারতের বিপক্ষে দুই উইকেট নেন তিনি। তার আগে ব্যাট হাতে করেন আট বলে ১৪ রান। তানজিম তার ছোট ক্যারিয়ারে এ পর্যন্ত খেলেছেন ১২টি প্রথম শ্রেণীর ম্যাচ। বাংলাদেশকে ২০২০ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জেতাতেও বড় ভূমিকা রেখেছিলেন তিনি।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!