খুলনা, বাংলাদেশ | ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুই জনের মৃত্যু, হাসপাতালে ২২
  কুষ্টিয়ার বটতৈলে বাসচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ভিসা জটিলতার কবলে দুই দাবাড়ু, অনিশ্চিত ব্যাংকক টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিবেদক

আগামী রোববার (১৩ এপ্রিল) থাইল্যান্ডে শুরু হচ্ছে দাবার ব্যাংকক ওপেন টুর্নামেন্ট। এতে অংশগ্রহণ করার কথা ছিল বাংলাদেশের দুই আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান ও মনন রেজা নীড়ের। এখনও ভিসা না পাওয়ায় দুই জনের এই টুর্নামেন্টে অংশগ্রহণের সম্ভাবনা এখন একেবারেই কম।

ফাহাদ ও নীড় দুই জনই টুর্নামেন্টে খেলার জন্য বিমানের টিকিট কেটে রেখেছিল। গতকাল বৃহস্পতিবার শেষ কর্মদিবসেও ভিসা না পাওয়ায় শেষ পর্যন্ত সেই টিকিট বাতিল করতে হয়েছে তাদের। শুক্র ও শনিবারের মধ্যেও ভিসা পাওয়ার তেমন কোনো সম্ভাবনা দেখছেন না দুই দাবাড়ু। ফলে ফাহাদ-নীড় ব্যাংকক টুর্নামেন্টে খেলার আশা একপ্রকার ছেড়েই দিয়েছেন।

থাইল্যান্ড এখন অনলাইনে আবেদনের মাধ্যমে বাংলাদেশিদের ই-ভিসা প্রদান করছে। সাম্প্রতিক সময়ে এই ভিসা পেতে সময় লাগছে এক থেকে দেড় মাস পর্যন্ত। বাংলাদেশের দুই দাবাড়ু টুর্নামেন্ট আয়োজকদের কাগজপত্রের মাধ্যমে গত ২৫/২৬ মার্চ থাইল্যান্ডের ভিসার আবেদন করেছিলেন। কিন্তু দুই সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো ভিসা পোর্টালে ‘পেন্ডিং অ্যাপ্রুভাল’দেখাচ্ছে বলে জানিয়েছেন দুই দাবাড়ুর পরিবার।

ব্যাংকক টুর্নামেন্ট খেলে মনন রেজা নীড় আন্তর্জাতিক মাস্টার নর্ম পেয়েছিলেন। সেই টুর্নামেন্টে তিনি অত্যন্ত ভালো খেলেছিলেন, তার জিএম নর্ম পাওয়ারও সম্ভাবনা ছিল। এবার নীড় জিএম নর্মের লক্ষ্যেই যেতে চেয়েছিলেন। একটি জিএম নর্ম পাওয়া ফাহাদেরও ছিল একই লক্ষ্য। ব্যাংকক টুর্নামেন্ট খেলতে যাওয়ার কথা ছিল দুই নারী দাবাড়ু ওয়াদিফা-ওয়ালিজারও। থাই ভিসা জটিলতা বিধায় তারা আবেদনই করেননি। এখন তারা চেষ্টা করছেন দুবাইয়ে কয়েকটি টুর্নামেন্ট খেলার জন্য। এখানে তাদের প্রতিবন্ধকতা পৃষ্ঠপোষক সংকট।

ব্যক্তি নির্ভর ডিসিপ্লিনগুলোতে বাংলাদেশের ক্রীড়াবিদরা ভিসা জটিলতার মুখোমুখি হন প্রায়ই। গলফার সিদ্দিকসহ আরও অনেক ক্রীড়াবিদ নানা সময় ভিসার জন্য টুর্নামেন্ট মিস করেন। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি পারফরম্যান্সেও প্রভাব পড়ে তাদের।

খুলনা গেজেট/জেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!