খুলনা, বাংলাদেশ | ১৩ মাঘ, ১৪৩১ | ২৭ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা স্থগিত

ভিউয়ার-পাঠক কমছে! কারণ কী?

নিয়ন মতিয়ুল

প্রবল সৃজনশীল-স্বপ্নবাজ এক সাংবাদিকের হাত ধরে একেবারেই নতুন ধারার বিগ বাজেটের বেসরকারি এক টিভি চ্যানেল বেশ কয়েক মাস আগে বাজারে নেমেছে। তবে জনপ্রিয়তার শীর্ষে উঠতে গিয়ে মুখোমুখি হচ্ছে ‘অদ্ভুত’ পরিস্থিতির। চমৎকার ভিডিও, অসাধারণ সম্পাদনা, নান্দনিক উপস্থাপনার পরেও নাকি ভিউ বাড়ছে না। এমনকি সরাসরি সম্প্রচারেও প্রত্যাশিত ফলাফল মিলছে না। কারণ খুঁজে বিকল্প পথ ধরতে তারা এখন মরিয়া।

প্রায় বছর দেড়েক আগে পাঠক জরিপের ফলাফলের ভিত্তিতে যাত্রা শুরু করা বিগ বাজেটের এক পত্রিকার ক্ষেত্রেও এমন প্রবণতা। শীর্ষ সারির জনপ্রিয় সাংবাদিকদের বিশাল টিমের বিশাল কর্মযজ্ঞ সেখানে। স্থানীয় চলমান আর বিশেষ সংবাদের বিপুল সমাহার পত্রিকাজুড়ে। তবুও জনপ্রিয়তার শীর্ষে উঠতে পারছে না। অনেকটা তলানীতে নেমেছে, নামছে।

মাস কয়েক আগে বাজারে আসা মিড বাজেটের কয়েকটি পত্রিকাও ছিটকে পড়েছে, পড়ছে। বছর না ঘুরতেই চলে গেছে আলোচনার বাইরে। অতি সম্প্রতি বিশাল চমক নিয়ে বাজারে আসা বিগ বাজেটের বড় তারকাসমৃদ্ধ দুটি পত্রিকা হাঁটছে সংবাদ পরিবেশনায় গতানুগতিক ধারায়। চলমান ঘটনার অগভীর ‘বিশ্লেষণে’ তারা পাতা সাজাচ্ছে।

দেখা যাচ্ছে সম্প্রচার মাধ্যম কিংবা পত্রিকা- যেটাই হোক না কেন, জনপ্রিয় হয়ে ওঠার কনটেন্ট বাছাই করাটাই এখন কঠিন চ্যালেঞ্জ। কারণটা হচ্ছে, সরকারি বিজ্ঞাপনের মার্কেট দখল করতে জনপ্রিয়তা নয়, গণমাধ্যমকে হতে হয় প্রভাবশালী।

হাইভোল্টেজ কিছু সংবাদ আর উচ্চ লেবেলে উচ্চকণ্ঠে কথা বলার যোগ্যতা থাকলেই সরকারি বিজ্ঞাপনের ঢল নামে। তাই, শুরুর দিকে চমক দিতে পারলেই হয়।
তবে ব্যক্তিগতভাবে মনে করি, জনপ্রিয়তার শীর্ষে উঠতে না পারার ক্ষেত্রে সম্প্রচার মাধ্যম কিংবা পত্রিকার নবযাত্রাকালে মোটাদাগে কিছু কারণ থাকে। যা নিয়ে আলোচনা হতে পারে। যেমন-

১. প্রাথমিক পরিকল্পনা-ই ফ্যান্টাসিতে ভরপুর

২. পাঠক জরিপ আর ভোক্তা নির্বাচনে অসম্পূর্ণতা

৩. উদ্যোক্তা ও সম্পাদকের অতিরাজনৈতিক দৃষ্টিভঙ্গি

৪. পরিকল্পনা প্রণয়নে পাঠক নয়, সম্পাদকের স্বপ্নের প্রাধান্য

৫. সাংবাদিকতার ছক ভেঙে নতুন দৃষ্টিভঙ্গির অভাব

৬. পরিকল্পনার বাস্তবায়নমুখী টিম গঠনে অদূরদৃষ্টিভঙ্গি

৭. কর্মীদের সঙ্গে মূল পরিকল্পনা ভাগাভাগিতে কৃপণতা

৮. প্রকল্প টেকসইয়ের চাপের চেয়ে কর্মসংস্থানেই সন্তুষ্টি

৯. সম্পাদকদের অদক্ষ ব্যবস্থাপনায় উদ্যোক্তাদের হস্তক্ষেপ

১০. জনমুখীতার চেয়ে রাজা-রাজ্যমুখী সংবাদ পরিকল্পনা

১১. রাজনীতি-সরকারের গাইড হওয়ার বদলে সেবাদাসত্ব…
এসবের বাইরে সময়ের দাবিতে ‘নিউজ আইডিয়া’র ভাণ্ডার নিঃশেষ হওয়া, টিম পুনর্গঠনসহ অভ্যন্তরীণ জটিলতায় থমকে যায় শুরুর যাত্রার গতি।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!